এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৫ জুন : দল থেকে বহিষ্কারের পর বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মার প্রতিক্রিয়া সামনে এলো । রবিবার এক টুইটা বার্তায় তিনি লিখেছেন, ‘আমি গত অনেক দিন ধরে টিভি বিতর্কে অংশ নিচ্ছি যেখানে আমাদের আরাধ্য মহাদেবকে ক্রমাগত অপমান ও অসম্মান করা হচ্ছিল । ঠাট্টা করে বলা হচ্ছিল এটা শিবলিঙ্গ নয়, এটা নাকি ঝর্ণা । দিল্লিতে রাস্তার পাশের চিহ্ন এবং খুঁটির সাথে তুলনা করে শিবলিঙ্গকেও উপহাস করা হয়েছিল ।আমাদের মহাদেবের প্রতি ক্রমাগত এই অপমান ও অসম্মান সহ্য করতে না পেরে আমি এর জবাবে কিছু কথা আমি বলেছিলাম । আমার কথায় যদি কারো অস্বস্তি হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে তাহলে তার জন্য আমি নিঃশর্তভাবে আমার বক্তব্য প্রত্যাহার করেছি । কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না ।’
অন্যদিকে দল থেকে বহিষ্কৃত নবীন কুমার জিন্দালও বলেছেন,’আমরা সমস্ত ধর্মের বিশ্বাসকে সম্মান করি কিন্তু সেই সমস্ত মানুষদের মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠে যারা আমাদের দেবতাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে ঘৃণা ছড়ায় । আমি এমনই এক মানুষের উদ্দেশ্যে শুধু একটা প্রশ্ন করেছিলাম। এর মানে এই নয় যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে ।’।