এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ এপ্রিল : আজ বৃহস্পতিবার ২০১৬ সালের পশ্চিমবঙ্গের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ যে কারণে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে । যদিও সর্বোচ্চ আদালতের এই রায় মানতে অস্বীকার করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়েছেন,’সুপ্রিম কোর্টের রায় আমি মেনে নিতে পারলাম না ।’ তিনি এও বলেন, ‘বিষয়টি মানবিকভাবে দেখতে পারত ।’ সুপ্রিম কোর্টের এই রায়ে কেন্দ্র সরকারের হাত আছে বলেও দাবি করেন মমতা । তিনি দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নিয়ে বলেন,’একজনের অপরাধের শাস্তি কতজনকে দেওয়া হবে ?’ সেই সাথে একসঙ্গে এতগুলো তরুন তরুনীর চাকরি চলে যাওয়ার দায় বিজেপি সিপিএমের ঘাড়ে চাপিয়ে দেন মমতা ব্যানার্জি ।
সুকান্ত মজুমদারকে নিশানা করে মমতা বলেন,’উনি বলছেন এই ঘটনার জন্য নাকি আমি দায়ি ।’ এরপর তিনি বলেন,’কেন আপনারা বাঙালিদের বারবার নিশানা করছেন ? কেন আপনারা বাংলার এডুকেশন সিস্টেমকে নষ্ট করে দিতে চাইছেন ? সিপিএমের সময় হত না ? বিজেপি শাসিত রাজ্যে হয় না ? কিন্তু কোনো তদন্ত হয় না ।’ তার অভিযোগ,’বাংলার শিক্ষার মানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে ।’ ক্ষিপ্ত মমতা এসএসসি দুর্নীতির প্রথম মামলাকারী সিপিএমের নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে “নোবেল পুরষ্কার” দেওয়ার জন্য তদ্বির করা উচিত বলেও কটাক্ষ করেন মমতা ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের রায় দিয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ হল, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। চাল এবং কাঁকর আলাদা করা যায়নি।প্রধান বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরোনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। এদিনে বিজেপিকে নিশানা করা ছাড়া মমতা ব্যানার্জির কাছ থেকে কোনো আশার কথা শোনা যায়নি । মাঝে মধ্যেই তাকে কখনো ক্লান্ত ও কখনো উত্তেজিত দেখায় । মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় আমার দলের আইনজীবীরা রিভিও করবেন ।’ সেই সাথে চাকরিহারাদের “ডিপ্রাইভ” গোষ্ঠী তৈরি করে আন্দোলনে নামার পরামর্শ দেন এবং তাদের হতাশ না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি ।।

