এইদিন ওয়েবডেস্ক,১৭ নভেম্বর : একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটা ভিডিও ভাইরাল হয়েছে । দিন ছয়েক আগে মধ্যপ্রদেশের একটি নির্বাচনী জনসভায় হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন,’আমি মুখ্যমন্ত্রী হয়ে যদি বাবর আর আওরঙ্গজেবকে অল্পবিস্তর টাইট করতে না পারি তাহলে মুখ্যমন্ত্রী হয়ে কি লাভ ? বাবর আর আওরঙ্গজেবকে টাইট করার জন্যই তো আমি মুখ্যমন্ত্রী হয়েছি ।’ তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,’কর্ণাটকে কংগ্রেস আসার পরেই বাবার আর আওরঙ্গজেবরা ভিটামিন পেয়ে গেছে । ভুল করেও কংগ্রেকে ভোট দেবেন না । কারন কংগ্রেস জিতলে বাবার আর আওরঙ্গজেবরা উৎসাহ পেয়ে যাবে এবং হল্লা শুরু করে দেবে ।’
তিনি আরও বলেন,’আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, আমার কাছে একটা ফাইল এল, তাতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষকদের বেতন দিতে হবে । আমি আধিকারিককে জিজ্ঞাসা করলাম,ভাই এই মাদ্রাসা দোকান কোনটা ? মাদ্রাসা থেকে কাদের জন্ম হয় ? আধিকারিক বললো, সাহাব মোল্লার জন্ম হয় । আরে, মোল্লাদের জন্ম দেওয়া কি সরকারের কাজ নাকি ? আমি তখন নির্দেশ দিয়েছিলাম যে, ভাই,ওই সমস্ত মোল্লাবালা দোকান বন্ধ করো । ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর দোকান খোলো । তখন আধিকারিক আমায় বলেছিল যে ১৯৩৫ সাল থেকে চলে আসছে,এখন মাদ্রাসা বন্ধ করে দিলে রাজ্য জুড়ে হল্লা হয়ে যাবে । কিন্তু আমি সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, কোনো হল্লাই হয়নি ৷’
আসামের মুখ্যমন্ত্রীকে আরও বলতে শোনা গেছে, ‘যদি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হতেন তাহলে অযোধ্যায় রামলালার মন্দির হত ?
এখন কমলনাথজি বলছেন রামমন্দির কি বিজেপির নাকি ? আরে,রামমন্দির বিজেপির হোক বা না হোক, কিন্তু রামমন্দির কংগ্রেসেরও নয়,এটা মাথায় রাখবেন । যদি কংগ্রেসের রামমন্দির হত তাহলে জহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী অথবা রাজীব গান্ধীর সময়েই রামমন্দির হয়ে যেত । এত দিন বাবরকে দেখার দূর্ভাগ্য আমাদের হত না ।’
পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন,’রাহুল গান্ধী আজ পর্যন্ত রামমন্দির দর্শন করতে কেন যায়নি ? বাবরের কাঠামো ভেঙে রামমন্দির হয়েছে বলেই রাহুল, প্রিয়াঙ্কা, কমলনাথরা এখনো রামমন্দির দেখতে যায়নি । দেখতে গেলে দেশের বাবর,আওরঙ্গজেবরা অসন্তুষ্ট হত । এই কারনে তারা রামমন্দির কখনো যায়নি । হিন্দুদের প্রতারিত করার জন্য ওরা এখন অন্য মন্দিরে মন্দিরে ঘুরছে ।’
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা । তিনি বলেন, ‘নাশকতা চালানোর পরেও এনিয়ে হামাসের নিন্দা করেনি কংগ্রেস। কারন,আশপাশের হামাসের চিন্তা কংগ্রেসের মাথায় ।’
তিনি আরও, ‘যখন সনাতব জেগে ওঠে,দেশের হিন্দুরা যখন দেশের উত্থানের কথা ভাবে,তখন ভারতের উপর হামলা করার হিম্মত হবে না কারোর । আজ আমাদের ভারত ঠিক রাস্তায় যাচ্ছে । মোদীজি আরও ১০ বছর থাকলে আমেরিকা,চিনকে ছাপিয়ে যাবে,এটা আমার বিশ্বাস ।’ তিনি আরও জানান যে আসামের জনবিন্যাসের পরিবর্তন হয়ে গেছে,এখন হিন্দু ৬৫ শতাংশ । এজন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি পূর্ববর্তী কংগ্রেস সরকারের নরম মনোভাবকেই দায়ি করেছেন তিনি ।।