এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ নভেম্বর : ‘আমি নির্দোষ । আগামী ১৩ তারিখে আমাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে । তখনই পরেই বুঝতে পারবেন যে আমি অত্যন্ত ক্লিয়ার ।’ আজ বুধবার সকালে ইডি সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের দাবি করেছেন রেশন দূর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । অক্টোবরের শেষ দিকে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পরেও তিনি উঁচু গলায় নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন । কিন্তু মন্ত্রী ঘনিষ্ঠদের কাছ থেকে নগদ অর্থ,বেনামে সম্পত্তি এবং চাঞ্চল্যকর নথি ইডির তদন্তে বেরিয়ে আসতে তাতে জ্যোতিপ্রিয় মল্লিকের ‘নির্দোষ’ হওয়ার দাবি কতটা ধোপে টেকে সেটাই দেখার ।
এদিকে ৯ নভেম্বর তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য তলব করেছে ইডি । এবিষয়ে সাংবাদিকরা জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করলে তিনি বলেন,’কে অভিষেক ব্যানার্জি ? আমাদের লিডার ?’ এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আমাদের লিডার’ বলে উল্লেখ করলেও,এর আগে তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। অভিষেক সব জানে ।’।