এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৫ ফেব্রুয়ারী : পাকিস্তানের লাহোরে ফয়েজ উৎসবে যোগ দিয়ে মুম্বাই হামলা নিয়ে মুখ খুলেছিলেন গীতিকার জাভেদ আখতার । মুম্বাই হামলার মূল চক্রান্তকারী পাকিস্থানে নির্ভয়ে ঘুরে বেড়ানো নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন । আর এতেই বেজায় চটেছে পাকিস্থানের মিডিয়া ও সাধারণ মানুষ । এমনকি জাভেদ আখতারকে “বিজেপি ও আরএসএস”-এর এজেন্ট বলে আক্রমণ করে তাকে কেন ভিসা দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলছে পাকিস্তানিরা । অন্যদিকে জাভেদ আখতারের ব্যাপক প্রশংসা হচ্ছে ভারতে । একটি বৈদ্যুতিক মাধ্যমে এনিয়ে কথা বলতে গিয়ে জাভেদ বলেছেন,’আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি, আমরা কি চুপ করে থাকবো ? না, না… আমি এখন বুঝতে পারছি যে আমার বক্তব্য পাকিস্তানে আতঙ্ক সৃষ্টি করেছে । পাকিস্তানের মানুষ তাদের সরকারকে প্রশ্ন করছে কেন আমাকে ভিসা দেওয়া হলো । আমি যদি আমার দেশে নির্ভয়ে বাঁচি , তবে ওখানে (পাকিস্তানে) আমি কী ভয় পাব ?’
পাশাপাশি তিনি বলেছেন,’ভারতের মানুষ আমার এমন প্রশংসা করছে যেন আমি তৃতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়ে এসেছি । এখন আমার লজ্জা লাগছে ।’ তবে তার ওই বক্তব্য নিয়ে যে এত তোলপাড় চলবে তা আন্দাজ করেননি বলে জানান জাভেদ ।
যদিও জাভেদ আখতার জানান সব পাকিস্থানি এক নয় । তিনি বলেন, সব পাকিস্তানি এক বললে ভুল হবে। এমন লোকও আছে যারা ভারতের সাথে শান্তি চায়। প্রতিবেশী দেশ ভারত কিভাবে এগিয়ে যাচ্ছে তা দেখছেন তারা। কর্পোরেট, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত এবং শিল্পে ভারত কীভাবে এগিয়েছে তা তারা সর্বদা নজর রাখছে । ওই সমস্ত মানুষগুলোও তাদের দেশে এই ( ভারতের) সংস্কৃতি নিয়ে আসতে চায়। সেখানকার লোকজন আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ।।