এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ সেপ্টেম্বর : ভারতের সভাপতিত্বে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সস্ত্রীক ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক । বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। চৌবে ‘জয় সিয়ারাম’ বলে প্রধানমন্ত্রী সুনককে স্বাগত জানান । পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঋষি সুনক নিজেকে একজন ‘গর্বিত হিন্দু’ হিসেবে বর্ণনা করেন ।
সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলার সময়, ঋষি সুনাক বলেন,’আমি একজন গর্বিত হিন্দু এবং আমি সেভাবেই বড় হয়েছি । আমি আগামী কয়েক দিনের জন্য এখানে আছি,তাই আশা করি এই সময়ে আমি কোনো মন্দির পরিদর্শন করব ।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন,সম্প্রতি রক্ষা বন্ধনে আমার বোন এবং সম্পর্কীয় বোনেরা আমাকে রাখি পাঠিয়েছে । জন্মাষ্টমী ঠিকমতো পালন করার সময় পাইনি । যাইহোক, আমি এবার একটি মন্দির পরিদর্শন করে সেই আক্ষেপ পূরণ করব বলে আশা করি। এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
ঋষি সুনাক বলেছেন,আমি মনে করি বিশ্বাস এমন একটি জিনিস যা প্রত্যেক ব্যক্তিকে সাহায্য করে । যারা তাদের জীবনে বিশ্বাসী, বিশেষ করে যখন আমার মতো কেউ একটি চাপপূর্ণ কাজ থাকে । আপনাকে স্থিতিস্থাপকতা দিতে, আপনাকে শক্তি দিতে বিশ্বাস হল গুরুত্বপূর্ণ বিষয় ।
প্রধানমন্ত্রী হিসেবে এটিই প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এটিই প্রথম ভারত সফর। তিনি এখানে তিন দিন থাকবেন এবং জি-টোয়েন্টিতে অংশ নেবেন । কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের মিডিয়া উপদেষ্টা জানিয়েছেন যে সংবর্ধনা চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী চৌবে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তাঁর পূর্বপুরুষের জমিতে অভ্যর্থনা জানান এবং ‘জয় সিয়ারাম’ বলে অভিবাদন জানান। এছাড়া ভারতের মেয়ে অক্ষিতা মূর্তির স্বামী হওয়ায় তাকে ভারতের জামাই হিসেবে স্বাগত জানানো হয় । চৌবে প্রধানমন্ত্রী ঋষি সুনককে বলেছেন যে তিনি বিহারের বক্সারের সাংসদ। প্রাচীনকাল থেকেই বক্সার একটি আধ্যাত্মিক শহর হিসেবে পরিচিত। তিনি বলেছেন যে এই স্থানেই ভগবান শ্রী রাম এবং তাঁর ভাই লক্ষ্মণ তাদের গুরু বিশ্বামিত্রের কাছ থেকে দীক্ষা নিয়ে তাড়কা নামক এক রাক্ষসী হত্যা করেছিলেন ।।