এইদিন ওয়েবডেস্ক,কোয়েম্বাটুর,২৩ মার্চ : আদালতে শুনানির অপেক্ষায় থাকা স্ত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ করল স্বামী । বাঁচাতে গিয়ে দগ্ধ এক আইনজীবী । ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরের রামানাথপুরম জেলায় । গুরুতর দগ্ধ কবিতা(৩৩) নামে ওই মহিলাকে কোয়েম্বাটোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্ত স্বামী শিবকে গ্রেফতার করেছে পুলিশ ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,কবিতার বাড়ি
রামানাথপুরম জেলার কাবেরি নগর এলাকায় । ২০১৬ সালে এক বাস যাত্রীর সোনার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ওই মহিলা । কিছুদিন কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি । মহিলার দুই সন্তান । তবে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে স্বামী ও সন্তানদের থেকে আলাদা থাকতেন ওই মহিলা ।
জানা গেছে,বৃহস্পতিবার চুরির মামলার শুনানি ছিল । এই কারনে আদালতে এসেছিলেন কবিতা । এদিকে স্ত্রীকে অনুসরণ করতে করতে আদালতে চলে আসে মহিলার স্বামী শিব । কবিতা যখন আদালতের করিডোরে বসে অপেক্ষা করছিলেন তখন তার সামনে চলে আসে শিব । তারপর দু’জনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । আর বচসার মাঝে নিজের কাছে লুকিয়ে রাখা প্লাস্টিকের বোতল থেকে কবিতার ওপর অ্যাসিড ঢেলে ঢেলে দেয় শিব । উপস্থিত আইনজীবীরা তাকে আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি । অ্যাসিড ছড়িয়ে পড়ায় একজন আইনজীবী সামান্য দগ্ধ হয়েছেন । শেষে আইনজীবীরা মহিলার স্বামীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ।।