এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০২ ডিসেম্বর ঃ স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা আদালত । মঙ্গলবার অভিযুক্ত সুনীল বরণ পৈতন্ডি নামে ওই ব্যক্তিকে তাঁর স্ত্রী অনিতা পৈতন্ডিকে পুড়িয়ে মারার অভিযোগে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক আতাউর রহমান । এছাড়া অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ’মাসের কারাদন্ডের নির্দেশ দেন বিচারক ।
জানা গেছে, বাঁকুড়া জেলার পাঁচবাগা গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় মিশ্রের মেয়ে অনিতাদেবী ৷ ২০০২ সালে একই জেলার বিষ্ণুপুর থানা এলাকার পারসোলা গ্রামের বাসিন্দা সুনীল বরন পৈতুন্ডির সঙ্গে তাঁর দেখাশোনা করে বিয়ে হয় । সুনীলবাবু বিষ্ণুপুর হাজরাপাড়া এলাকার একটি কারখানায় কাজ করতেন । বিয়ের বেশ কয়েক বছর পর তিনি স্ত্রী অনিতাদেবী,৬ বছরের মেয়ে ও ৪ বছরের ছেলেকে নিয়ে সেখানে ভাড়া ঘরে থাকতে শুরু করেন । ঘটনাটি ঘটে ২০১০ সালের ১৬ জুন দুপুরে । ওইদিন ভাড়া বাড়িতে আগুনে গুরুতর দগ্ধ হন অনিতাদেবী । তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বছর ২৯-এর ওই বধুর মৃত্যু হয় ।
এরপর ২০১০ সালের ২০ জুন মৃতার বাবা মৃত্যুঞ্জয় মিশ্র তাঁর জামাই সুনীল বরনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পনের জন্য দাবীতে তাঁর মেয়ের উপর শারিরীক ও মানসিক নির্যাতন করতো সুনীল । কিন্তু তা সত্ত্বেও কোনও কাজ না হওয়ায় শেষে সুনীল তাঁর মেয়ে অনিতার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশের কাছে অভিযোগে জানান তিনি ।
শেষে মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে সুনীল বরন পৈতন্ডিকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ । অবশেষে ঘটনার প্রায় দীর্ঘ দশ বছর বাদ এই মামলার নিষ্পত্তি হয় ৷ গত সোমবার অভিযুক্তকে দোষী সব্যস্ত করে বিষ্ণুপুর মহকুমা আদালত । এদিন সাজা ঘোষনা করা হয় ।।