এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০৮ জুলাই : স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ডিভোর্স চেয়েছিল স্ত্রী । আর সেই অপরাধে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করল স্বামী । গত মঙ্গলবার (৫ জুলাই ২০২২) মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি জনবহুল রাস্তায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনাটি ঘটেছে । মুসকান নামে অগ্নিদগ্ধ ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এদিকে ঘটনার পর থেকেই চম্পট দিয়েছে মহিলার স্বামী রইস খান ।
প্রকাশ্য রাস্তায় অগ্নিসংযোগের এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে,জনবহুল রাস্তা দিয়ে তখন মানুষ ও যানবাহন যাতায়ত করছে । সেই সময় রাস্তার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে পায়ে হেঁটে আসছেন রইস খান ও বোরখা পরিহিতা মুসকান । অন্যপ্রান্তে পৌঁছতেই স্ত্রীর পোশাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় রইস । মুসকানের পোশাক দাউদাউ করে জ্বলতে থাকে । তিনি রাস্তার উপর বসে পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন । এরপর পথচারীরা ছুটে এসে রাস্তার খানাখন্দে জমা জল হাতে করে ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । ততক্ষণে আশপাশের বাসিন্দারা বালতি করে জল এনে মহিলার উপর ঢেলে দিয়ে আগুন নেভায় ।
জানা গেছে,ভোপালের বাসিন্দা বছর বাইশের মুসকানের সঙ্গে রাজস্থানের ছাবরা আলিগঞ্জের বাসিন্দা রইসের বিয়ে হয় ২০১৯ সালের ৪ এপ্রিল । বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় । প্রায় দিনই রইস তাঁর স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ । এই অত্যাচার সহ্য করতে না পেরে শেষে চলতি বছরের ১৮ মার্চ নিজের বোনের কাছে চলে যান মুসকান । নিজের খরচ খরচা চালানোর জন্য একটা ছোটখাটো চাকরিও করতে শুরু করেন । পাশাপাশি তিনি ডিভোর্সের মামলাও করেন । আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলার স্বামী ।
মুসকানের কথায়,’ঘটনার দিন রইস তাকে ডিভোর্স পেপারে সই করার অজুহাতে পুরানো ভোপালের ওই রাস্তায় ডেকে নিয়ে গিয়েছিল । কিন্তু সে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে শুরু করে । আর তা অস্বীকার করার জন্যই আমার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে ।’
জানা গেছে,অগ্নিদগ্ধ মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামীর বিরুদ্ধে একটি মামলা রজু করেছে । অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।।