এইদিন ওয়েবডেস্ক,পটুয়াখালী(বাংলাদেশ),০৫ জানুয়ারী : দ্বিতীয় বিয়ের জন্য তালাক দিতে অস্বীকার করায় স্ত্রীকে জবাই করে খুন করে থানায় আত্মসমর্পণ করল স্বামী । ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৫ জানুয়ারী) ভোর রাতে বাংলাদেশের পটুয়াখালী সদর উপজেলার ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রামে । নুরজাহান বেগম (৪৫) নামে ওই মহিলাকে খুনের পর স্বামী নুর মোহাম্মদ হাওলাদার থানায় এসে আত্মসমর্পণ করে। নিহত নুরজাহান বেগমের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
মৃতের পরিবারের লোকজন জানিয়েছেন,দ্বিতীয় বিয়ে করা নিয়ে নুর মোহাম্মদ ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে তালাক দেওয়ার জন্য নুরজাহানকে চাপ দেয় তার স্বামী। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে পুত্রবধূদের মধ্যস্থতায় ঝগড়া থামে এবং সবাই ঘুমিয়ে পড়েন। জানা গেছে, রাত ৩ টা নাগাদ নুরজাহান বেগমকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় নুর মোহাম্মদ। এই ঘটনায় ঘাতক স্বামীর মৃত্যুদণ্ডের দাবি করেছে নিহতের পরিবার ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ ইমতিয়াজ জানান, নিহত নুরজাহানের স্বামী নূর মোহাম্মদ থানায় এসে আত্মসমর্পণ করেছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।