এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৮ জানুয়ারী : বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর নৃশংস হত্যাকাণ্ডে মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার রাজধানী ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে ৪০ বর্ষীয়া এই অভিনেত্রীর টুকরো টুকরো দেহাংশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় । মৃতার ভাই শহিদুল ইসলাম খোকন মিটফোর্ড হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন । পরে তিনি এনিয়ে রাইমা ইসলাম শিমুর স্বামী নোবেল, তাঁর বন্ধু ফরহাদ ও অভিনেত্রীর চালকসহ ছয়জনের বিরুদ্ধে এফআইআর রজু করেন । অভিযোগ পেতেই সোমবার গভীর রাতে অভিনেত্রীর স্বামী সাখওয়াত আলী নোবেল ও ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানিয়েছেন । মঙ্গলবার পুলিশ সুপার বলেন,’ঢাকার কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ হত্যাকাণ্ডের কিছু প্রমাণও পেয়েছে ।’
জানা গেছে,স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিন রোডে থাকতেন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু ।
রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আচমকা নিখোঁজ হয়ে যান অভিনেত্রী । ওই দিনই অভিনেত্রীর স্বামী নোবেল কলাবাগান থানায় একটি জেনারেল ডায়েরি করেন । কিন্তু সোমবার অভিনেত্রীর খন্ড খন্ড দেহাংশ উদ্ধার করে পুলিশ । এরপর মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী ও বন্ধুকে গ্রেফতার করে পুলিশ । এই হত্যাকাণ্ডের পিছনে বাংলাদেশের চিত্রতারকা জায়েদ খানের দিকেও অভিযোগের আঙুল উঠছে । যদিও মঙ্গলবার পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেফতার করেনি বলে খবর ।
রাইমা ইসলাম শিমু ১৯৯৮ সালে ঢালিউডে আত্মপ্রকাশ করেছিলেন । সাধারনত পার্শ্ব অভিনেত্রী হিসাবে তাঁকে দেখা যেত । কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু এবং চাষী নজরুল ইসলামের মতো পরিচালকদের সাথে প্রায় ২৫ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শিমু । বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগী সদস্য রাইমা টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন । আর চলচ্চিত্র শিল্পীদের সংগঠন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জায়েদ খানের সঙ্গে রাইমার ঝামেলাও হয়েছিল বলে খবর । ওই ঝামেলাকে কেন্দ্র করে অভিনেত্রীকে নৃসংসভাবে খুন হতে হল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।।