এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(,পূর্ব বর্ধমান), ২৩ জুলাই : বাড়িতে মজুত রাখা বোমায় বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ জানায় ধৃতদের নাম সাক্ষী ঘোষ(৬৭) ও মিনতি ঘোষ (৬০) । তাঁদের বাড়ি কেতুগ্রাম থানার সুজাপুর গ্রামে । বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । এই ঘটনায় সাক্ষী ঘোষসহ তাঁর পরিবারের ৮ সদস্যের বিরুদ্ধে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে জানা গেছে । তবে এদিন বিকেল পর্যন্ত বাকি ৬ জনের হদিশ করতে পারেনি পুলিশ । পুলিশ জানিয়েছে,তাঁদের সন্ধান চলছে।
সুজাপুর গ্রামের বাসিন্দা সাক্ষী ঘোষদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর রাতে । বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ইঁটের ঘরের দেওয়াল । ফাটল ধরে যায় অনান্য দেওয়ালগুলিতেও । এদিকে আচমকা প্রবল বিস্ফোরণের শব্দে হতচকিত হয়ে যায় গোটা গ্রাম । আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন । খবর পেতেই কিছুক্ষণের মধ্যে সুজাপুর গ্রামে চলে আসে কেতুগ্রাম থানার পুলিশবাহিনী । তবে তার আগেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান সাক্ষী ঘোষ ও তাঁর পরিবারের লোকজন । শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে গৃহকর্তা ও গৃহকর্তীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । পুলিশ জানিয়েছে, বোমাগুলি কোথা থেকে আনা হয়েছিল ও কি উদ্দেশ্যে বাড়িতে তা মজুত করে রাখা হয়েছিল তা জানার চেষ্টা চলছে ।।