এইদিন ওয়েবডেস্ক,হুগলি,৩১ মার্চ : যে সিঙ্গুর আন্দোলন থেকে মমতা ব্যানার্জির উত্থান, সেই সিঙ্গুরেই তার দল তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি একটু একটু করে সরে যাচ্ছে । সিঙ্গুরে টাটা দের কারখানা না হওয়ায় একদিকে যেমন উন্নয়ন থেকে বঞ্চিত হতে হয়েছে সাধারণ মানুষকে । অন্যদিকে অধিগৃহীত কৃষিজমিগুলি চাষবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে । তার ওপরে তাপসী মালিকের ধর্ষক ও হত্যাকারীরা জামিন পেয়ে যাওয়ায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে সিঙ্গুরে । তারই প্রতিফলন দেখা গেল আজ রবিবার । লোকসভা ভোটের মুখেই তৃণমূল ছাড়লেন সিঙ্গুরের শয়ে শয়ে তৃণমূল কর্মী । নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যোগদান কর্মসূচির পর লকেট চ্যাটার্জি একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন,’সিঙ্গুর বিধানসভায় একজন জয়ী পঞ্চায়েত সদস্য সহ ৫০ টি পরিবারের মোট ২০০ জন কর্মী তৃণমূল ছেড়ে মোদীজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করলেন।সকলে বিজেপিতে স্বাগতম ।’
সিঙ্গুরের পশ্চিম বারুপাড়ায় আজ নির্বাচনী সভায় তৃণমূলের লোকজনদেরকে যোগদান করান লকেট চ্যাটার্জি । তিনি দাবি করেন যে সন্দেশখালির ঘটনার পর থেকে মহিলারা তৃণমূলের উপর বিতশ্রদ্ধ এবং তারা ক্ষুব্ধ হয়ে বিজেপির হাত ধরছেন। পাশাপাশি তিনি প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করে বলেন,’উনি বলছেন সিঙ্গুরের ঘাস খেয়ে না কি গোরু ভালো দুধ দিচ্ছে। তার মানে উনি স্বীকার করে নিচ্ছেন সিঙ্গুরে শিল্প হয়নি। শুধু ঘাসই হয়েছে। ওনার দিদি বীজ ছড়িয়েছিলেন। সেই বীজ থেকে ঘাসফুল হয়েছে। সেই ঘাসফুল এখন গোরুতে খাচ্ছে ।’
প্রসঙ্গত, সম্প্রতি রচনা ব্যানার্জি সিঙ্গুরের ‘দই’ নিয়ে মন্তব্য করেছিলেন যে সিঙ্গুরের চারিদিকে এত সবুজ ঘাস, টাটকা শাক পাতা খেয়ে গোরু ভালো দুধ দেয়। তাই এখানকার মিষ্টিতে এত স্বাদ । তার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় করে যায় । বহু মানুষ টাটা কে তাড়ানোর জন্য রচনা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেসের বিষোদগার করতে শুরু করে ।।