এইদিন ওয়েবডেস্ক,মালদা,২০ ডিসেম্বর : শনিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীরা । এদিকে ওই দিন সন্ধ্যায় মালদার চাঁচল বিধানসভা এলাকার ভগবানপুর অঞ্চলের শেরবাউল গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব৷। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, গরীব মানুষদের টাকার লোভ দেখিয়ে বিজেপি এই কাজ করাচ্ছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শেরবাউল গ্রামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মালদা জেলা কমিটির সম্পাদক দীপঙ্কর রামসহ জেলা ও ব্লকের একাধিক নেতা । গ্রামের বেশ কিছু মহিলা ও পুরুষকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখতে পাওয়া যায় ।
বিজেপি নেতা দীপঙ্কর রাম বলেন, ‘আজ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন । আর আজ ভগবানপুর অঞ্চলের শেরবাউল গ্রামের ২০০ পরিবার বিজেপিতে যোগদান করলেন । অনেক দিন থেকেই ওনারা যোগদান করবেন বলে জানাচ্ছিলেন । অবশেষে এদিন পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে অন্তর্ভুক্ত হলেন।’ তিনি আরও বলেন, ‘সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন ওনারা বঞ্চিত হচ্ছেন। তাই তৃণমূল ছেড়ে সবাই বিজেপিতে যোগ দিচ্ছেন ।’ পাশাপাশি তাঁর দাবি, এবার চাঁচল বিধানসভায় বিজেপিতে যোগদানের হিড়িক লেগে যাবে ।
অন্যদিকে এই যোগদানের ঘটনাটি ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদা জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন । তিনি বলেন, ‘ছবি দেখিয়ে বিজেপি এসব করছে । টাকার লোভ দেখাচ্ছে গ্রামের গরীব মানুষদের। তাদেরকে ফাঁদে ফেলে বিজেপিতে যোগদান করাচ্ছে ।’ তাঁর কথায়, ‘তৃণমুল সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত নয়।বিজেপিতে যোগ দিলেও ওরা একুশের নির্বাচনে তৃণমূলকেই ভোট দেবেন ।’
যদিও সদ্য বিজেপিতে যোগদানকারী শেখ জালালউদ্দিন বলেন, ‘এই সরকার কাজ করছে না । তাই বিজেপিতে এলাম। আমার সঙ্গে অনেকে বিজেপিতে এসেছেন । সবাই তৃণমূল করত । কিন্তু যে আশা নিয়ে তৃণমূলকে সরকারে এনেছিলাম সেই আশা পুর্ণ হয়নি । আবাস যোজনায় কাটমানি নিচ্ছে । তাই এই সরকার আমরা বদল করতে চাই ।’।
দেখুন ভিডিও :