এইদিন ওয়েবডেস্ক,ইলিগান সিটি,০৪ জুন : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর হুমকির পর ফিলিপাইন(Philippines)-এর লানাও দেল সুর (Lanao del Sur) প্রদেশের মারোগং(Marogong) শহরের বেশ কয়েকটি গ্রামের শত শত পরিবার শুক্রবার রাত থেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছে । শনিবার লানাও দেল সুরের পুলিশ ডিরেক্টর কর্নেল রবার্ট ড্যাকুলান বলেছেন, আইএসআইএস-এর শাখা সংগঠন দাওলাহ ইসলামিয়াহ (ডিআই) সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ডার জাকারিয়াহ দ্বারা জারি করা রেডিও বার্তায় হুমকি জারি করার পর মানুষ আতঙ্কে পালিয়ে গেছে । কমান্ডার জাকারিয়া ওরফে ফজরুদ্দিন পুম্বায়া পাঙ্গালিয়ান এলাকার ডিআই জঙ্গিদের স্বীকৃত আমির বা নেতা ।
জানা গেছে,রেডিও নেটওয়ার্কটি স্থানীয় এলাকার ইউএইচএফ রেডিও মালিকদের দ্বারা পরিচালিত হয়, যারা জরুরী প্রতিক্রিয়ার জন্য সিস্টেমটি ব্যবহার করে। যেকেউ সেই রেডিও বার্তা শুনতে সক্ষম । শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই সতর্কবার্তা ছড়িয়ে পড়ার পর ওইদিন রাত্রি রাত ৮টা থেকে শনিবার সকাল পর্যন্ত ফিলিপাইনের ‘প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনা অফিস’ ২৫৯ টি পরিবারকে গণনা করেছে যারা তাদের বাড়ি থেকে পালিয়েছে । ওই সমস্ত পরিবারগুলির মধ্যে বিনিদায়নে ২০৬ টি,বালাবাগানে ৪৫ টি এবং মাদাম্বায় ৮ টি পরিবার অস্থায়ীভাবে বসতি স্থাপন করেছে ।
এদিকে লানাও দেল সুরের চারজন ডিআই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে ফিলিপাইনের সেনাবাহিনী । যাদের মধ্যে দুজনের বয়স ১৬ এবং ১৪ বছর । সরকার-মিত্র ‘মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট’-এর সদস্যরা একটি নির্দিষ্ট কমান্ডার ডেল্টার নির্দেশে তাদের গ্রেপ্তার করে এবং তাদের ফিলিপাইন সেনাবাহিনীর হাতে তুলে দেয় । ডিআই জঙ্গিদের কাছ থেকে অ্যাসল্ট রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে এবং তারা জুহারি সান্দাব ওরফে আবু মোরাইদের নির্দেশে নাশকতার ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে ফিলিপাইনের সেনা ।।