এইদিন ওয়েবডেস্ক,পাটনা,০৫ সেপ্টেম্বর : বিহারের সারান জেলায় মঙ্গলবার গভীর রাতে মহাবীরী শোভাযাত্রার সময় হাজার হাজার মানুষ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে জড়ো হয়েছিল। সেই সময় পুরাতন ভবনের বারান্দা ধসে শতাধিক মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর । পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১.১৫ মিনিটে, ছাপড়া জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ইসুভাপুরা এলাকায় ।
সাংস্কৃতিক উৎসবে নৃত্য পরিবেশনা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। মন্দিরের কাছে একটি পুরানো ভবন ছিল যেখানে মহাবীরী শোভাযাত্রা হয়েছিল এবং সেই ভবনের ছাদে শত শত লোক জড়ো হয়েছিল। অতিরিক্ত ভারের কারণে ছাদ ধসে শতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের ইসুভাপুরা প্রাথমিক স্বাস্থ্য কমিউনিটি সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে এবং সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। মহাবীর শোভাযাত্রার সমন্বয়কারী শৈলেন্দ্র প্রতাপ মিডিয়াকে জানিয়েছেন,আহতদের মধ্যে ১২ জনকে ইসুভাপুরা কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে, অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । গুরুতর আহত ২-৩ জনকে ছাপড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে আহতদের বয়ানের ভিত্তিতে ইসুভাপুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই । সরনের পুলিশ সুপার কুমার আশিস জানিয়েছেন, ভিড়ের চাপে ছাদ ধসে পড়ার ফলে এই ঘটনা ঘটেছে। বিপুল সংখ্যক লোক সমাগম হওয়ায় সেখানে পদদলিত হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।।