এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২১ ডিসেম্বর : আগামী কাল সোমবার(২২ ডিসেম্বর) মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার মির্জাপুর খাগরু পাড়ার মোড়ে “এক ঐতিহাসিক জনসভা থেকে নতুন দলের সূচনা” করার কথা ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির । আজ রবিবার নিজের ফেসবুক পেজে লাইভে তিনি একথা ঘোষণা করেছেন ৷ তবে তার দল যে ইসলামিক মতাদর্শের হবে না সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন । কারন “জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সারা বাংলার মানুষকে” তিনি ওই সভায় যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় “৩০ শতাংশকে ভাগিরথীতে ভাসিয়ে দেওয়া” র হুমকির স্মৃতি ভুলে হুমায়ূনকে বিশ্বাস করে তার জেলার কতজন হিন্দু ওই সভায় যোগ দেয় ।
এর আগে রেজিনগর রিলায়্যান্স ময়দানে প্রস্তুতি সভা থেকে হুমায়ুন কবীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিধানসভা ভোটে তাঁর নতুন দলের লক্ষ্য বাংলায় অন্তত ৯০টি আসনে জয়। তাঁর বক্তব্য, শুধু টাকা বা জমি দিয়ে বাবরি মসজিদ তৈরি করা সম্ভব নয়—তার জন্য চাই রাজনৈতিক ক্ষমতা। সেই ক্ষমতা অর্জনের লক্ষ্যেই ভোটের ময়দানে নামতে চলেছে তাঁর দল।
হুমায়ূন কবিরের পাখির চোখ হল আসন্ন বিধানসভার ভোটে ৯০ টি আসনে জেতা । একথা তিনি আগেও স্পষ্ট করে দিয়েছিলেন । এজন্য তিনি হায়দ্রাবাদ ভিত্তিক আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম এবং নওসাদ সিদ্দিকির এসএফআই-এর সঙ্গে জোট করে ভোটে লড়ার কথাও বলেছিলেন । সিপিএমের সঙ্গেও জোটের বার্তা দিয়েছেন হুমায়ূন । তবে এরাজ্যে “সাইনবোর্ডে পরিনত হওয়া” কংগ্রেসকে তিনি বিশেষ পাত্তা দিচ্ছেন না ।
কিন্তু ৯০ আসনের লক্ষ্যমাত্রা কেন ? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন হুমায়ূন কবির৷ আজ ভিডিও বার্তায় রাজ্যের সকল শ্রেণীর “বঞ্চিতদের স্বার্থে লড়াই” করার কথা বললেও তার আসল উদ্দেশ্য রেজিনগরে একটা বিশাল “বাবরি মসজিদ” প্রতিষ্ঠা করা । হুমায়ূন কবির জানান,শুধু টাকা বা জমি দিয়ে বাবরি মসজিদ তৈরি করা সম্ভব নয়—তার জন্য চাই রাজনৈতিক ক্ষমতা। সেই ক্ষমতা অর্জনের লক্ষ্যেই ভোটের ময়দানে নামতে চলেছে তাঁর দল।
হুমায়ুন মনে করছেন যে বিজেপি বা তৃণমূল—কেউই বাবরি মসজিদ গঠনের পথে এগোবে না। তাই রাজ্যের ক্ষমতার নির্ণায়ক ভূমিকায় থাকতে হলে তাঁর দলের উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক থাকা জরুরি। তিনি বলেন,’আমাদের সম্প্রদায়ের মানুষ যতক্ষণ না ক্ষমতায় আসছেন, ততক্ষণ এই মসজিদ কেউই করতে দেবে না। তাই অন্তত ৯০টি আসনে জিততেই হবে।’
মুর্শিদাবাদে ভোটের অঙ্কও আগাম প্রকাশ করেছেন হুমায়ুন। তাঁর দাবি, জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে ৯টি আসনে তাঁর দল সরাসরি লড়বে। পাশাপাশি কংগ্রেসকে ৯টি, সিপিএমকে ৩টি এবং নওসাদ সিদ্দিকির দলকে ১টি আসন ছাড়ার কথা বলেছেন তিনি। হুমায়ুনের দাবি, এই সমীকরণে মুর্শিদাবাদে তৃণমূল কার্যত শূন্য হয়ে যাবে । সারা রাজ্যে অন্তত ১৫০ টি আসনে জোট করে লড়ার কথা ঘোষণা করেছেন হুমায়ুন কবির । “ভালো প্রার্থী” দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুর ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামেও । তবে হুমায়ূন ওই দুই আসনে প্রার্থী দিলে শুভেন্দু উপকৃত হলেও মমতাকে বিপদে পড়তে হতে পারে । কারন তৃণমূলের মুসলিম ভোটব্যাংকে মূলত থাবা বসাবে হুমায়ূনের নতুন দল ।।

