এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১২ অক্টোবর : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ওয়াচ-এর নারী অধিকার বিভাগের সহযোগী পরিচালক হেদার বার (Heather Barr) আফগান মহিলাদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তালিবানের কাছে আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন,আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে পদ্ধতিগতভাবে মেয়েদের লিঙ্গভিত্তিক শিক্ষা পেতে বাধা দেওয়া হয় । মঙ্গলবার তিনি একটি টুইট বার্তায় বলেছেন, ‘আফগানিস্তানে নো ডে অব দ্য গার্ল, এটি একমাত্র দেশ যেখানে পদ্ধতিগতভাবে লিঙ্গের ভিত্তিতে মেয়েদের শিক্ষাকে অস্বীকার করা হয় । যেখানে তালিবান এখন এক বছরেরও বেশি সময় ধরে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে রেখেছে ।’ অন্য একটি টুইটে তিনি বলেছেন,’আফগানিস্তানের মেয়েদের কাছে দুঃখজনক এবং লজ্জাজনক দিন । আফগান মেয়েদের পড়াশোনা করতে দিন ।’
অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফের আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তালিবান শাসকদের কাছে মেয়েদের স্কুল পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন । তিনি টুইট করেছেন, ‘আফগানিস্তানের স্কুল থেকে মেয়েদের বহিষ্কার অব্যাহত রাখার কারনে আমি অত্যন্ত উদ্বিগ্ন ।এটি মেয়েদের নিজেদের জন্য এবং এমন একটি দেশের জন্য গভীরভাবে ক্ষতিকর । একটি দেশের কাছে মেয়েদের শক্তি এবং অবদানের প্রয়োজন হয় ।’ তিনি তালিবান শাসকের কাছে আহ্বান জানান, ‘আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও তালিবানদের অনুরোধ করছি মেয়েদের লেখাপড়া করতে দেওয়া হোক ।’ প্রসঙ্গত,আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাওয়ার ৩৯০ দিনের বেশি হয়ে গেছে। তালিবানের বিশ্বাস মেয়েদের স্কুল খোলার উপযুক্ত সময় এখনো আসেনি ।
এদিকে আফগানিস্তানে নারী নির্যাতনের কারণে তালিবানদের জন্য ভিসা নীতি কঠোর করল আমেরিকা । মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্থনি ব্লিঙ্কেন একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আফগানিস্তানে নারী নির্যাতনের কারণে তালিবানের বর্তমান এবং প্রাক্তন সদস্যদের ভিসা প্রদান সীমিত করা হয়েছে । বর্তমানে, তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী আব্দুল বাকী হাক্কানি এবং তালিবানের শিক্ষা উপমন্ত্রী সাইদ আহমাদ শহিদখেলকে মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞার কারণে ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না । এযাবৎ এমন ১৩ তালিবান কর্মকর্তার উপর বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।।