এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২৬ আগস্ট : বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ ও চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে লন্ডনের রাস্তায় অনশনে বসলেন মানবাধিকার কর্মী পুষ্পিতা দাশ গুপ্ত । লন্ডন শহরের মাঝে অনশন কর্মসূচি পালন করছেন তিনি। পুষ্পিতা দাশ গুপ্ত জানান, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের উপর হামলা, সম্পত্তি জবরদখল, মিথ্যা মামলা, সামাজিক ও ধর্মীয় নিপীড়ন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণার আগুন জ্বালানো হচ্ছে, যার ফলশ্রুতিতে হিন্দু যুবকদের উপর মিথ্যা অভিযোগ দিয়ে গণপিটুনি বা মব জাস্টিসের ঘটনা ঘটছে।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস (চিন্ময় প্রভু)-কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করা হয়েছে। তিনি একজন ধর্মীয় ও সামাজিক কর্মী। হিন্দু সমাজের অধিকার ও ধর্মীয় স্বাধিকার নিয়ে কাজ করার কারণেই তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পুষ্পিতা। তিনি বলেন,
আমি এই অনশন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে, তা থামাতে হবে। চিন্ময় প্রভুর মুক্তি দিতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও জানান, লন্ডনের স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোকে এই বিষয়ে অবহিত করা হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বার্তা পৌঁছে দিতে কাজ করছেন।
প্রসঙ্গত, গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা, মন্দির ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, অপপ্রচার ও মিথ্যা মামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে । পাশাপাশি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বিরুদ্ধে চট্টগ্রামের আইনজীবীকে খুনের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে৷ দিন দুয়েক আগে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ । ফলে আশঙ্কা যে হিন্দু নির্যাতনের প্রতিবাদের একমাত্র মুখ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যেনতেন প্রকারেণ মৃত্যুদণ্ড দিতে চাইছে মহম্মদ ইউনূস ও তার সমর্থনকারী উগ্র ইসলামি সংগঠনগুলি । পুষ্পিতা দাশ গুপ্ত জানান,তাএ এই অনশন কর্মসূচি চলবে যতক্ষণ না আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিতে কার্যকর পদক্ষেপ নেয় এবং চিন্ময় প্রভুর মুক্তি নিশ্চিত হয় ।।

