এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,৩১ মে : সেনার পোশাক,ডান হাতে অত্যাধুনিক রাইফেল । ব্যাক গ্রাউন্ডে বাজছে দেশাত্মবোধক গান-“হাম জিয়েঙ্গে অর মরেঙ্গে, অ্যায় ওয়াতান তেরে লিয়ে/দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে,অ্যায় ওয়াতান তেরে লিয়ে ।” গানে লিপ দিতে দিতে ধীর পদক্ষেপে ক্যামেরার সামনে এগিয়ে আসছেন জম্মু ও কাশ্মীর পুলিশের মুদাসির আহমেদ শেখ । সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যুর দিন কয়েক আগে তৈরি করা তাঁর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হয়েছে । এই বীর জওয়ানকে শ্রদ্ধা জানাচ্ছেন বহু মানুষ ।
জম্মু-কাশ্মীরের ‘এলিট পুলিশ ইউনিট’-এর সদস্য ছিলেন মুদাসির আহমেদ শেখ । গত বুধবার (২৫ মে,২০২২) বারামুল্লায় এনকাউন্টারে অংশ নিয়েছিলেন তিনি । কিন্তু দূর্ভাগ্যবশত তিনি জঙ্গিদের গুলিতে শহীদ হন । কিন্তু মৃত্যুর আগে খতম করেছিলেন জইশ-ই-মোহাম্মদের তিন সন্ত্রাসবাদীকে । গর্বিত বাবা মাকসুদ আহমেদ বলেন,’আমার ছেলে ১০০০ জনের প্রাণ বাঁচিয়ে শহীদ হয়েছে । আমরা সকলেই গর্বিত ।’
এনকাউন্টারে মুখোমুখি হওয়ার আগে ভাইকে পাঠানো শেষ ভয়েস মেসেজে মুদাসির আহমেদ শেখ বলেছিলেন, সে যেন জুতো কিনে নেয় । পাশাপাশি টাকার জন্য চিন্তা না করার কথা বলেছিলেন মুসাসির । বাড়ির সকলের খেয়াল রাখার জন্য ভাইকে পরামর্শ দিয়েছিলেন । মেসেজে তিনি জানান, একটা অপারেশনে যাচ্ছেন পরের দিন সময় করে তিনি ভাইয়ের সঙ্গে কথা বলবেন । কিন্তু এনকান্টারের পর আর ফেরা হল না মুদাসির আহমেদ শেখের । চলে গেলেন চির ঘুমের দেশে । তাঁর বাবা মাকসুদ আহমেদ বলেন,’জানি ছেলে আর ফিরে আসবে না । তবু চোখের জল ফেলবো না । আমি গর্বিত আমার ছেলে যুদ্ধে শহীদ হয়েছে ।’।