এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১৮ আগস্ট : শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী । গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগের দিন কুপওয়ারা সেক্টরে এলওসি বরাবর বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের দ্বারা একটি যৌথ অভিযান শুরু হয়েছিল । অভিযানে পাঁচটি একে সিরিজের রাইফেল, আটটি একে ম্যাগজিন, সাতটি ৯ এমএম পিস্তল, ১৫ রাউন্ড ৯ এমএম পিস্তল ম্যাগজিন, চারটি হ্যান্ড গ্রেনেড, ৭.৬২ মিমি একে রাউন্ড ৪১৫ টি,৭.৬২ মিমি এপি রাউন্ড ১১৫ টি, ৯ এমএম ২৪৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এখনো অভিযান চলছে বলে জানিয়েছে বিএসএফ ।
অন্যদিকে বান্দিপোরায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) সন্ত্রাসী সহযোগী মাকসুদ আহমেদ মালিকের বিরুদ্ধে জননিরাপত্তা আইন (পিএসএ) এর অধীনে দেশবিরোধী কার্যকলাপে ক্রমাগত জড়িত থাকার জন্য মামলা করা হয়েছে । ওই সন্ত্রাসীকে বর্তমানে জম্মুর সেন্ট্রাল জেল কোটভালওয়ালে রাখা হয়েছে ।।