এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৮ আগস্ট : পাচারের আগে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমানে ফেনসিডিল সিরাপ উদ্ধার হল বাঁকুড়া জেলার কোতুলপুর থানার জয়রামবাটি এলাকা থেকে । শনিবার গভীর রাতে বাঁকুড়া জেলা পুলিশ ও কোতুলপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৫৮৫০ টির মতো ফেনসিডিল কাশির সিরাপের বোতল উদ্ধার করে । তবে এই ঘটনায় কোনও গ্রেফতারির খবর নেই । পুলিশ জানিয়েছে, অত বিপুল পরিমান সিরাপ কি উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।
পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার রাতে গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর আসে জয়রামবাটি এলাকার বাসিন্দা কয়েকজন ব্যক্তি বিপুল পরিমানে কোডাইন ফসফেট যুক্ত ফেনসিডিল নামে কাশির সিরাপ বাড়িতে জমা করছে । খবর পেতেই জেলা ও কোতুলপুর থানার পুলিশবাহিনী সেখানে হানা দেয় । শেষে ২০০ এমএল সিরাপের বোতলের একাধিক বড় প্যাকেট উদ্ধার করে পুলিশ । যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা ।
মজুত করে রাখা সিরাপের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সেগুলিকে বাজেয়াপ্ত করে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান,ওই বিপুল পরিমান সিরাপ কোথাও পাচারের পরিকল্পনা ছিল । কিন্তু ঠিক সময়ে থানায় খবর চলে আসায় সেই পরিকল্পনা ভেস্তে যায় । পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে ।।