এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৭ মে : কর্ণাটক বিধানসভার নির্বাচন আর হাতে হাতে গোনা দু’দিন বাকি । তার আগে শেষ মুহুর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল বিজেপি সহ বিরোধী দলগুলি । এনিয়ে টানা দ্বিতীয় দিনের জন্য কর্ণাটকের সিলিকন সিটি বেঙ্গালুরুতে রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবার সকালে বেঙ্গালুরুর নিউ থিপ্সন্দ্রা থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর রোড শো । প্রবল বৃষ্টিপাতের মধ্যেও হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বাড়ির বাইরে বেড়িয়ে আসেন ।
এদিন ৬ টি বিধানসভা কেন্দ্র মিলে মোট ৮ কিলোমিটার দূরত্ব রোড শো করছেন প্রধানমন্ত্রী । থিপ্পসান্দ্রার কাছে কেম্পেগৌড়ার মূর্তির কাছে প্রণাম জানিয়ে হুড খোলা গাড়িতে চড়ে রোড শো শুরু করেন মোদী । বর্তমানে মহাদেবপুর, কেআর পুরম, সিভি রমন নগর, সর্বজন নগর, শিবাজিনগর, শান্তিনগর কেন্দ্রে মোদির রোড শো চলছে । প্রবল বৃষ্টির মধ্যেও মোদিকে স্বাগত জানাতে ভিড় জমান বিপুল সংখ্যক মানুষ। হাজার হাজার মানুষ রাস্তার ধারে জড়ো হয় এবং মোদীকে দেখে আনন্দ প্রকাশ করে। রাস্তা জুড়ে উড়ছে গেরুয়া পতাকা। সর্বত্র “মোদী মোদী” উল্লাস শোনা যাচ্ছে । তাদের সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন মোদী । প্রধানমন্ত্রীর এদিনের রোড শোয়ে অংশ নিয়েছে শোটি শিল্প দল । বিজেপি কর্মীদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । দলীয় কর্মীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফুল বর্ষণ করে তাঁকে স্বাগত জানাচ্ছেন ।।