এইদিন ওয়েবডেস্ক,কুপওয়ারা,০২ জানুয়ারী : সন্ত্রাসবিরোধী কার্যকলাপে একটি বড়সড় সাফল্য পেল জম্মু-কাশ্মীরের কুপওয়ারা পুলিশ । নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর ই তোয়বা (এলইটি) এর টিআরএফ শাখার জন্য প্রচুর অস্ত্র, গোলাবারুদ ও মাদক নিয়ে যাওয়ার পথে কর্নাহ(Karnah)এলাকা থেকে ধরা পড়ে গেল এক সন্ত্রাসবাদী । ধৃত সন্ত্রাসবাদী কর্নাহ (Karnah) থানার গারাংনার্দ চাটকাদি (Garangnard Chatkadi) বাসিন্দা আজিজ-উ-রহমানের ছেলে উমর আজিজ বলে জানিয়েছে পুলিশ । ধৃতের কাছ থেকে পাঁচটি পিস্তল, ১০টি পিস্তলের ম্যাগাজিন, ৭৭ রাউন্ড পিস্তলের কার্তুজ, একটি পিস্তল পরিষ্কার করার রড, একটি পিস্তল ব্যবহারকারী ম্যানুয়াল গাইড, চারটি হাতবোমা এবং ১০ টি প্যাকেট মিলে ৯.৪৫০ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ ।
জানা গেছে,কুপওয়ারা জেলা পুলিশের কাছে গোপন সূত্র থেকে খবর আসে দুই ব্যক্তি কর্নাহ থানার চাটকাদি এলাকায় বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ এবং মাদক পাচার করছে । তারপরেই চাটকাদিতে সেনা ও পুলিশের যৌথবাহিনী সেখানে অভিযান চালায় । তারপর উমর আজিজকে গ্রেফতার করে ওই বিপুল পরিমান অস্ত্রসস্ত্র ও মাদক উদ্ধার হয় । জেরায় ধৃত সন্ত্রাসবাদী কবুল করেছে,সে ওই সমস্ত সামগ্রী লস্কর ই তোয়বার টিআরএফ শাখাকে সরবরাহ করার জন্য নিয়ে যাচ্ছিল । ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক পদার্থ আইন, এনডিপিএস আইনের ১৩,১৮,২০,২৩ ধারা এবং ৩৮ ইউএ(পি) আইনের অধীনে মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।