এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৯ বাংলাদেশ : বাংলাদেশের মুসলিমরা কার্যত চীনাদের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করেছে । কাক,কোকিল থেকে শুরু করে চড়ুই পাখি পর্যন্ত খেয়ে ফেলছে বাংলাদেশিরা ৷ অবশ্য তারা চীনাদের মত পোকামাকড়ও খেতে খেতে শুরু করেছে কিনা জানা না গেলেও ঘোড়া জবাই করে খেতে শুরু করেছিল বাংলাদেশিরা । বাংলাদেশের গাজীপুরে ঘোড়া জবাই করে কেজি দরে মাংস বিক্রির খবর প্রকাশের পর অবশেষে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘোড়া জবাই ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম।
সম্প্রতি গাজীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রিকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা-সমালোচনা চলছিল। ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম তা নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। তারই মাঝে কিছু মুসলিম ঘোড়ার মাংস কমদামে কিনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি হচ্ছিল । শুধু ঘোড়ার মাংস বিক্রি হচ্ছিল ২৫০-৩০০ টাকায় ৷ জানা গেছে, চলতি বছরের শুরুতে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও এরপর প্রতি সপ্তাহে ৬-৭টি ঘোড়া জবাই করা হচ্ছিল । এতে ঘোড়া বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি হয় । শেষ পর্যন্ত জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর পদক্ষেপ নেয় ।।