এইদিন বিনোদন ডেস্ক,৩১ ডিসেম্বর : বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খান ছিল এক সময়ের পাওয়ার কাপল। ভালোবেসে বিয়ে করলেও বিচ্ছেদ ঘটে তাদের। বর্তমানে দুজনই সম্পর্কে জড়িয়েছেন। হৃতিক সম্পর্কে রয়েছেন সাবা আজাদের সঙ্গে। অন্যদিকে, সুজানও প্রেম করছেন অভিনেতা আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে।
একদিন দুদিন নয়,দীর্ঘ ১৪ বছর সংসার করেছিলেন হৃতিক-সুজান। তবে ১০ বছর আগে আলাদা হন এই তারকা দম্পতি। তবে বন্ধুত্ব রয়েছে এখনও। তাইতো এখনও তারা জমিয়ে আড্ডা দেন। দুবাইয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান আর তার প্রেমিক আর্সলান গোনি এবং ছেলে হৃদান।
সোমবার (৩০ ডিসেম্বর) সুজান তার ইনস্টাগ্রামে হৃতিক ও ছেলে হৃদান, আর্সলান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এদিকে নার্গিস ফাখরি এবং তার প্রেমিক টনি বেগও তাদের সঙ্গে ছিলেন । তাছাড়া সুজানের ভাই, অভিনেতা জায়েদ খানও স্ত্রী ও সন্তানদের নিয়ে দুবাই পৌঁছেছেন।
২০০০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। তাদের বিচ্ছেদ হয় ২০১৪ সালে। ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আর্সলানের প্রেমে পড়েন সুজান। এদিকে সাবা-হৃতিকের সম্পর্কের সূচনা হয় ২০২১ সালে।।