এইদিন ওয়েবডেস্ক,ঝাড়খণ্ড,৩০ জুলাই : ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে । এবারে দুর্ঘটনাস্থল ঝাড়খণ্ডের চক্রধরপুর । হাওড়া থেকে মুম্বাইগামী ১২৮১০ হাওড়া -সিএসএমটি মেলের বেশ কয়েকটি বগি এখানে লাইনচ্যুত হয়েছে। বলা হচ্ছে, দুর্ঘটনার কারণ হল দুদিন আগে এখানে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল, যার ওয়াগন এখনও ট্র্যাকে ছিল। হাওড়া- মুম্বই মেলটি অন্য একটি ট্র্যাক থেকে আসছিল এবং ট্র্যাকের উপরে পড়ে থাকা কয়েকটি কোচের সাথে সংঘর্ষ হয় । এই দুর্ঘটনার পর অনেক বগি লাইনচ্যুত হয়। তথ্য অনুযায়ী, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে ।
বর্তমানে এ দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। আহত সকলকে রেলওয়ে মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দিয়েছে । এআরএম, এডিআরএম এবং সিকেপি-র একটি দল রেল কর্মচারীদের সাথে ঘটনাস্থলে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকালে হাওড়া-মুম্বই রেললাইনের চক্রধরপুরের কাছে ২১৯ নম্বর পোলের কাছে দুর্ঘটনাটি ঘটে।
লাইনচ্যুত হওয়ার জন্য হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে :
টাটানগরের জন্য : 06572290324
চক্রধরপুরের জন্য : 06587238072
রাউরকেলার জন্য : 06612501072, 06612500244
হাওড়ার জন্য : 9433357920, 03326382217