এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,০১ অক্টোবর : মহাষ্টমীর রাতে হাওড়া থানার বন বিহারী বোস লেনে প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। জানা গেছে, বিহারের পাটনার বাসিন্দা সুরেশ যাদব নামে ওই ব্যক্তি রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় বাইক আরোহী -৬ জন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি । পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর,মৃত সুরেশ যাদব একজন কুখ্যাত দুষ্কৃতী । তার বিরুদ্ধে একাধিক অপরাধের মামলা রয়েছে । এমনকি তিনি বিহারের জেলে ৭-৮ বছর কারাদন্ড ভোগ করেছেন ৷ ফলে পুরনো শত্রুতার জেরে বিহারের কোনো দুষ্কৃতী গোষ্ঠী তাকে খুন করেছে বলে অনুমান পুলিশের । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।