বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার জন্য নাকি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর নাকি নির্যাতন হচ্ছে…এমনই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । ইতিমধ্যে তিনি বাংলা অস্মিতা রক্ষায় বোলপুরে মিছিলও করে এসেছেন । ভিন রাজ্যে শ্রমিকের কাজ করা বাংলা ভাষীদের তিনি এরাজ্যে ফিরে আসার আহ্বানও জানাচ্ছেন । কিন্তু ফিরে আসার পর তাদের কর্মসংস্থানের কি হবে ? এই প্রশ্নের সদুত্তর এখনো দেননি মমতা ব্যানার্জি ।
কিন্তু বিজেপি শাসিত রাজ্যে আদপেই কি বাংলা ভাষীদের উপর নির্যাতন হচ্ছে ? মুসলিম সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকরা নির্যাতনের দাবি করলেও ভিন রাজ্যে কাজ করা হিন্দু সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিক বা ব্যবসায়ীরা নির্যাতনের কথা অস্বীকার করছেন । ইতিমধ্যে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে । রিপাবলিক বাংলা টিভি চ্যানেলের একজন তরুনী সাংবাদিক দিল্লিতে বাঙালি হিন্দু ব্যবসায়ীদের এই বিষয়ে মতামত জানতে গিয়েছিলেন । কিন্তু ব্যবসায়ীরা স্পষ্ট ভাষায় জানান যে বাঙ্গালীদের ওপর নির্যাতনের যে দাবি মমতা ব্যানার্জি এবং তার দল করছেন তা সম্পূর্ণ মিথ্যা । পাশাপাশি তারা এ নিয়ে ঘৃণ্য রাজনীতি করার জন্য মমতাকে তুলোধুনো করেছেন।
এবারে আরও এক পরিযায়ী বাঙালি হিন্দু শ্রমিকের একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । বাইকে চড়ে মাথায় হেলমেট পরা ওই যুবক নিজেই একটা ভিডিওতে জানিয়েছেন যে তিনি রাজবংশী সম্প্রদায়ের এবং রাজস্থানে ৩০ থেকে ৩৫ হাজার টাকা বেতনের চাকরি করেন । তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছেন, তার কথামতো যদি তিনি বাংলায় ফিরে আসেন তাহলে কত টাকা বেতনের চাকরি কিনে দিতে পারবেন ?
ভিডিওটি শেয়ার করেছেন রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ তুষার কান্তি ঘোষ । ওই যুবককে বলতে শোনা গেছে,’নমস্কার মাননীয়া, শুভ নন্দন, প্রণাম নেবেন। কাল রাত্রে আপনার বক্তব্য শুনলাম । আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন ? তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে । বলছিলাম, সঠিক সময়ে আপনি যদি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে এত দূরে ভিন রাজ্যে আমাদের আসতে হতো না…. ঠিক আছে ? আর দ্বিতীয় কথা, এখানে এখন বাঙালিদের উপর কোন নির্যাতন হচ্ছে না । এখন বাজে সন্ধ্যা সাতটা, প্রকাশ্য দিবালোকে আমি বাংলায় কথা বলছি, কোন ধরনের কোন প্রবলেম নেই । এখানে মোটামুটি ৯ থেকে ১০ লাখ বাঙালি থাকে।’ তিনি আরও বলেন,’আমি একজন রাজবংশী ছেলে… ঠিক আছে ? মাসের ৩০ থেকে ৩৫ হাজার টাকা এখানে আমি আরামসে কাজ করি । আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন, বাংলায়, কত টাকার কাজ দেবেন ? এটা একটু জানাবেন মাননীয়া । ঠিক আছে ? শুভ নন্দন ।’
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগামে হিন্দু পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি ও বাংলাদেশী মুসলিমদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার । বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের ব্যাপক ধরপাকড় অভিযান চলছে । পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার সংস্কার করতে যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করেছে তাতে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের নাম । পশ্চিমবঙ্গেও অন্তত ১ কোটি ২৫ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এখন নির্বাচন কমিশন যদি ওই বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য বলে মনে করছেন তিনি । আর সেই আতঙ্কেই মমতা ব্যানার্জি কথিত বাঙালি অস্মিতাকে নির্বাচনের ইস্যু করতে চাইছেন বলে দাবি করা হচ্ছে ।।