এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করতে গিয়ে কেপমারির শিকার হলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের এক গৃহবধু । জানা গেছে,অঞ্জনা দাস(পাল)নামে ওই বধূর বাড়ি কাটোয়া শহরের কলেজপাড়া এলাকায় । কাটোয়ার সার্কাস ময়দান এলাকায় একটি রাস্ট্রায়ত্ব ব্যঙ্কের শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে । সোমবার তিনি ৫৩ হাজার টাকা জমা করার জন্য টোটোয় চড়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন । সঙ্গে ছিলেন তাঁর স্বামী । অঞ্জনাদেবী বলেন, ‘ব্যাঙ্কে টোকার পর কাউন্টারে টাকা জমা করতে গিয়ে দেখি ব্যাগে টাকা নেই । কখন ও কিভাবে ব্যাগ থেকে টাকা বের করে নিল বুঝতেই পারিনি ।’
জানা গেছে,ওই গৃহবধূ ও তাঁর স্বামী প্রথমে ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী ও ব্যঙ্ক কর্মীদের জানান । তারপর এনিয়ে কাটোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজের সুত্র ধরে কেপমারকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ । ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।