এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ মার্চ : বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে গৃহবধূকে গনধর্ষণের অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাহরির সময় এই ঘটনায় জামাল উদ্দিনের নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নির্যাতিতা বধূ মামলা দায়ের করেন।
জানা যায়, নির্যাতিতা বধূ সোমবার সেহরির সময় বাড়ির পাশে বাথরুমে যান। এসময় কিছু বুঝে ওঠার আগে দুই ব্যক্তি তাঁকে ঝাপটে ধরে নির্জন একটি জায়গায় নিয়ে যায় । পরে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। বধূ জ্ঞান হারিয়ে ফেললে পালিয়ে যায় ধর্ষকরা। জ্ঞান ফেরার পর চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে । অভিযোগ রয়েছে, জামাল তাঁর আত্মীয় হয়। তিনিসহ অপরিচিত চার-পাঁচজন মিলে তাঁকে ধর্ষণ করে।
নির্যাতিতা বধূ জানান, বিয়ের কিছুদিন পর বেড়াতে গেলে জামাল উদ্দিন তাঁকে কুপ্রস্তাব দেয়। এ নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলে । তার কয়েক মাস পর জামাল উদ্দিন তাঁকে ধর্ষণ করে। পরে বিভিন্ন ভয়ভীতি ও নিজে আওয়ামী লীগের নেতা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যায় জামাল। ফের বন্ধুদের সঙ্গে নিয়ে বধূকে গিবধর্ষণ করল জামাল উদ্দিন।রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) মহম্মদ কবির হোসেন বলেন, বিষয়টি সংঘবদ্ধ ধর্ষণ নয়। ভুক্তভোগীকে জামাল উদ্দিন ধর্ষণ করেছে। এ ঘটনায় আশরাফ ও নুর ইসলাম নামের দুজন ধর্ষণে তাকে সহযোগিতা করেছে। ভুক্তভোগী নারী জামালকে প্রধান করে অজ্ঞাত আরও চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।।

