শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২২ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর ৷ মৃতার নাম টুম্পা সাঁতরা(২৬) । তার বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত বাঘাসনগ্রামে । জানা গেছে,বুধবার রাতে খাওয়া দাওয়ার পর দুই শিশুকন্যাকে একতলা মাটির বাড়ির একটা ঘরে ঘুমচ্ছিলেন টুম্পাদেবী । রাত্রি প্রায় ১১ টা নাগাদ তার ডানহাতে কিছু একটা কামড়ে দিলে ঘুম ভেঙে যায় । ঘুম থেকে ওঠার পর তিনি দেখেন তার ডান হাত অবশ হয়ে গেছে । তিনি তৎক্ষনাৎ বড় মেয়েকে ঘুম থেকে তুলে ঘটনার কথা জানান ।
জানা গেছে, শিশুটি কিছু বুঝতে না পেরে পাশের ঘরে ঘুমিয়ে থাকা দাদু ও ঠাকুমাকে তুলে বিষয়টি জানায় । টুম্পাদেবীর শ্বশুর- শাশুড়ি দ্রুত ছুটে আসেন । তারা এসে দেখেন তাদের বউমার হাতে সাপেকাটার দাগ । এরপর তারা প্রতিবেশীদের সহায়তায় টুম্পাদেবীকে উদ্ধার করে দ্রুত মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন । কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়ার আগে বিভিন্নজনকে ডাকাডাকি ও গাড়ির ব্যবস্থা করতে অনেকটা সময় চলে যায় । এদিকে বধূর গোটা শরীরে বিষ চাড়িয়ে যায় এবং তিনি নেতিয়ে পড়েন । হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । আজ বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ । এদিকে মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তার দুই শিশুকন্যা । গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।।