এইদিন ওয়েবডেস্ক,মালদা,২১ ডিসেম্বর : মামাশ্বশুরের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুললেন মালদার এক গৃহবধু । মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধুর অভিযোগ,স্থানীয় থানায় জানানো সত্বেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যাবস্থা নিচ্ছে না । এদিকে অভিযুক্ত ব্যক্তি তাঁকে ও তাঁর স্বামীকে প্রায় দিনই খুনের হুমকি দিচ্ছে । শেষ পর্যন্ত এর বিহিত চেয়ে সোমবার পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই বধু । পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান তিনি । এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
গৃহবধুর আইনজীবি মৃত্যুঞ্জয় দাস জানিয়েছেন, অভিযোগকারিনীর মামাশ্বশুরের মজিবুর রহমান তাঁকে চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়েছিল । গত ৮ নভেম্বর সই বাকি আছে বলে সে গৃহবধুকে বাড়িতে ডেকে নিয়ে যায় । তারপর গৃহবধূকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে মজিবুর । কিন্তু লোকলজ্জার ভয়ে বধু ঘটনার কথা কাউকে জানাতে পারেনি । এরপর ওই মাসের ১৮ তারিখে মজিবুর ফের ধর্ষন করতে গেলে ঘটনার কথা জানাজানি হয়ে যায় । ২৪ নভেম্বর এনিয়ে থানায় এফ আই আর দায়ের করেন ওই মহিলা । অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় পুলিশ কোনও ব্যাবস্থা নেয়নি । এদিকে বধু ও তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল । গত ২ ডিসেম্বর এনিয়ে পুলিশের কাছে অভিযোগও জানান ওই মহিলা । কিন্তু স্থানীয় থানার পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় শেষে এদিন পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ ।
গৃহবধু বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ যাতে দ্রুত ব্যাবস্থা নেয় তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা চিঠি পাঠিয়েছি । ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ যাতে যথোপযুক্ত ব্যাবস্থা নেয় মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিই জানিয়েছি ।’