দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০১ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার সীতাহাটি গ্রামের একটি কাঁচা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শুক্রবার । বাড়ির পাশে একটি গোয়ালে আগুন ধরে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হল দুটি গরু । অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গৃহকর্তা তারক মাজি । বাড়ির বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন ছড়ায় বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।
জানা গেছে, মাটির দেওয়াল খড়ের ছাউনি দেওয়া একতলা বাড়িতে বসবাস করতেন তারক মাজি । বাড়ি সংলগ্ন একটি গোয়াল ঘর ছিল তাঁদের । এদিন বসতবাড়ির চালে আগুন ধরে দাউ দাউ করে জ্বলতে শুরু করে । সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গোয়ালে । প্রতিবেশীরা ছুটে এসে বালতি করে জল তুলে আগুন নেভায় । কিন্তু তার আগেই বাড়ির যাবতীয় সামগ্রী ভস্মীভূত হয়ে যায় । গুরুতর দগ্ধ হয় দুটি গরু । আগুনে সব কিছু হারিয়ে কার্যত পথে বসেছে অসহায় ওই পরিবারটি । স্থানীয় সীতাহাটি পঞ্চায়েতের প্রধান বিকাশ বিশ্বাস জানিয়েছেন, আপাতর ক্ষতিগ্রস্ত পরিবারটিকে কিছু ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে । সেই সঙ্গে ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি ।।