এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৪ মার্চ : রান্না করার সময় আগুন লেগে ভস্মীভূত হল আস্ত একটি বাড়ি । বুধবার দুপুরে আগুনের ঘটনাটি ঘটেছে মানিকচক থানার বাদিয়াটোলা গ্রামে । প্রথমে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে জল তুলে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন । পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । কিন্তু ততক্ষনে নগদ টাকা পয়সা,বাসনপত্র,আসবাবপত্রসহ বাড়ির সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায় । সর্বস্ব হারিয়ে এখন কার্যত পথে বসেছে ওই অসহায় পরিবারটি । ওই পরিবারটিকে সরকারিভাবে সাহায্যের ব্যাবস্থা করে দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে, বাদিয়াটোলা গ্রামের বাসিন্দা গুল্লু মন্ডলের বাড়িতে এদিন অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে । গুল্লু জনমজুরির পাশাপাশি অল্পবিস্তর জমি ভাগে চাষ করেন । করগেটের ছাউনি ও করগেট দিয়ে ঘেরা তাঁর কয়েকটি ঘুপচি ঘর ছিল । সেখানেই সপরিবারে বসবাস করতেন গুল্লু মন্ডল । বসবাসের ঘরগুলির ঠিক সামনেই রয়েছে গুল্লুদের রান্না ঘর ।
পরিবার সুত্রে জানা গেছে,এদিন দুপুরে গুল্লু মন্ডলের বাড়ির মেয়েরা পাটকাঠি জ্বালানি দিয়ে উনানে রান্না করছিলেন । সেই সময় কোনওভাবে রান্না ঘরে আগুন ধরে যায় । অল্প কিছুক্ষনের মধ্যেই সেই আগুন আশপাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে । নিমেষের মধ্যে গোটা বাড়িটি কার্যত প্রবেশ দাউ দাউ ল করে জ্বলতে থাকে । তারপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় । পাশের পুকুর থেকে একটি জল তোলার মেশিনে করে জল তুলে নেভানোর চেষ্টা চলে । পাশাপাশি দমকল বিভাগকে খবর দেওয়া হয় ।
খবর পেয়ে মালদা শহর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । গ্রামে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই বাড়ির সবকিছু আগুনে ভস্মীভূত হয়ে যায় । প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির । এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন বাড়ির গবাদি পশুগুলো নিয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি ।।