এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৪ অক্টোবর : অখিলেশ যাদবকে গৃহবন্দি করল উত্তরপ্রদেশের পুলিশ । সোমবার সকাল থেকেই এসপি সুপ্রীমোর আবাসস্থলের সামনে প্রচুর সংখ্যক পুলিশবাহিনী মোতায়েন করে রাখা হয় । রবিবার লখিমপুর খেরি এলাকায় কৃষকের মৃত্যুর ঘটনার পর অখিলেশ তাঁর দলের সমস্ত বর্ষীয়ান নেতাদের সোমবার সকালে দলীয় কার্যালয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন । এদিন দলীয় নেতাদের সঙ্গে তাঁর খেরি যাওয়ার কথা । কিন্তু তার আগেই অখিলেশ যাদবকে গৃহবন্দি করে দেওয়া হয় ।
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর সফরকে কেন্দ্র করে রবিবার লখিমপুর খেরিতে প্রতিবাদ সভার আয়োজন করেছিল কৃষক সংগঠন সংযুক্ত কৃষক মোর্চা । কয়েক হাজার কৃষক সড়ক পথের উপর জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন । সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের কনভয়ে চাপা পড়ে কয়েকজন কৃষকের মৃত্যু হয় বলে অভিযোগ কৃষক সংগঠনের । ঘটনার পর মন্ত্রীর ছেলে ও প্রতিবাদী কৃষকদের মধ্যে সংঘর্ষ বেধে যায় । আটজনের মৃত্যু হয় বলে জানা গেছে ।
এদিকে লখিমপুর খেরির ঘটনায় পর সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক মহল । ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিকে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য রবিবার রাতেই খেরির উদ্দেশ্যে রওনা হন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী । প্রিয়াঙ্কাকে আটকাতে রাতভর পুলিশের সঙ্গে তাঁর কার্যত লুকোচুরি খেলা চলে । শেষে সোমবার ভোর চারটে নাগাদ হারগাঁও শহরের সিও সিটি পীযূষ সিং মহিলা পুলিশের সহায়তায় প্রিয়াঙ্কা গান্ধীকে রুখে দেন ।
লখিমপুরের ঘটনার প্রতিবাদে এদিন অনেক নেতাই আজ খেরিতে যাচ্ছেন বলে জানা গেছে । ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল লখিমপুর যাওয়ার সিদ্ধান্তের কথা ট্যুইটারে লিখেছেন । রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরীও সোমবার লখিমপুর খেরিতে যাচ্ছেন বলে জানিয়েছেন । এদিকে ঘটনার প্রতিবাদে ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) এদিন সারা দেশে প্রতিটি জেলায় বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ।।
ছবি : ট্যুইটার ।