এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৭ জুলাই : পঞ্চায়েত নির্বাচনের বাকি আর হাতে গোনা কয়েক ঘন্টা । তার আগে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার দিনহাটা ৷ অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূলের বাইকবাহিনী বিজেপি কর্মীদের উপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে । একজনের পেটে ও বাকি দু’জনের পায়ে গুলি লাগে । এছাড়া অপর এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয় । তার মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে দিনহাটা-২ ব্লকের বামনহাট-২ গ্রাম পঞ্চায়েতের কলমতি গ্রামে ।অন্যদিকে দিনহাটা-১ ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণ এলাকায় দুই কংগ্রেস কর্মীকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও দু’ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
জানা গেছে,দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত কলমতি গ্রামটি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া । বৃহস্পতিবার শেষ দিনের প্রচার সেরে কয়েকজন বিজেপি কর্মী কালমাটির আলসিয়া বাজারের এক জায়গায় বসে গল্পগুজব করছিলেন । সেই সময় তৃণমূলের পতাকা লাগানো বাইকে চেপে আসে দুষ্কৃতকারীরা তাদের উপর এলোপাথাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ । হামলাকারীদের সকলের কাছেই লাঠি অথবা বন্দুক ছিল বলে দাবি করেছে বিজেপি । অর্জুন বর্মণ, মিলন বর্মণ এবং চন্দ্রকান্ত বর্মণ নামে তিনজন বিজেপি কর্মীর শরীরে গুলি লাগে । আহতদের একজনকে রাতেই দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । বাকি দু’জনকে ভর্তি করা হয় কোচবিহারের বেসরকারি হাসপাতালে । পেশায় শ্রমিক নারারণ বর্মণ নামে এক বিজেপি কর্মীর মাথায় ইঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ । হামলাকারীদের একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা ।
অন্যদিকে দিনহাটা ১ ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণ এলাকার কংগ্রেস প্রার্থী মুকুল রহমানসহ ২ জনের উপর বৃহস্পতিবার রাতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত কংগ্রেস প্রার্থীর স্ত্রী শাবানা ইয়াসমিনের অভিযোগ,তার স্বামী ও অন্য একজনকে ব্যাপক মারধরের পর ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় । প্রসঙ্গত,আক্রান্ত মুকুল রহমান তৃণমূলেই ছিলেন । এবারে তাকে টিকিট না দেওয়ায় তিনি দলবদল করেন এবং তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে লড়াই করছেন ।
পাশাপাশি কোচবিহার-১ ব্লকের পাটছড়া গ্রাম পঞ্চায়েতের ১০৯ নম্বর বুথে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গেছে । বৃহস্পতিবার রাত্রি প্রায় ১ টা থেকে আজ শুক্রবার ভোর ৪টা পর্যন্ত দফায় দফায় বোমাবাজি চলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । এদিন সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ টি তাজা বোমা উদ্ধার করে বলে জানা গেছে ৷ বিরোধী দলগুলির অভিযোগ, ভোটের আগে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে তৃণমূলের দুষ্কৃতীরাই বোমাবাজি করেছে । যদিও অভিযোগে অস্বীকার করেছে তৃণমূল ।।