এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৩ জানুয়ারী : বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুর বিভাগের অন্তর্গত জলপাইগুড়ির নিউ দোমোহনি এবং নিউ ময়নাগুড়ি রেল স্টেশনের মাঝে ভয়াবহ ট্রেন দূর্ঘটনা ঘটল । বিকানের- গুয়াহাটি এক্সপ্রেসের প্রায় ১২টি বগি লাইনচ্যুত হয়েছে । এর মধ্যে চারটি বগি উল্টে গেছে । দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে । আহতের সঠিক সংখ্যা জানা যায়নি । তবে বিপুল সংখ্যক যাত্রী আহত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ।
রেলওয়ের সিপিআরও শশী কিরণও এই ঘটনায় বিবৃতি দিয়ে বলেছেন,’বিকানের থেকে ট্রেনটি ৩০৮ জন যাত্রী নিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল । তবে হতাহতের সঠিক খবর জানা যায়নি ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘তদন্তের জন্য ঘটনাস্থলে যাবেন রেলওয়ে নিরাপত্তা কমিশনার । তার পরেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে ।’ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আলিপুর ডিভিশনের জিএম এবং ডিআরএম উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে হেডকোয়ার্টার মালিগাঁও থেকে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন ।
এদিকে ইতিমধ্যে রেলওয়ে হেল্পলাইন নম্বর জারি করেছে । ট্রেনে থাকা ব্যক্তিদের পরিবারের লোকজন ০৩৬১২৭৩১৬২২,০৩৫৬৪ ২৫৫১৯০,০৫০ ৩৪৬৬৬, ০৩৬১ ২৭৩১৬২,২৭৩১৬২২,২৭৩১৬২৩ নম্বরে ফোন করে তথ্য পেতে পারেন ।।