শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ মে : আজ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রাম জঙ্গলমহলে । আগুনে ভস্মীভূত হয়ে গেছে একটি বসতবাড়ি ও একটি দোকান । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার অন্তর্গত ওড়গ্রাম ক্যাম্পের পুলিশ ও ভাতার দমকল বিভাগের একটি ইঞ্জিন। শেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা । দমকল বিভাগের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের ফলেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমীর মিস্ত্রি জানিয়েছেন,চারটি ফ্রিজ, একটি মোটর বাইক, দোকানে থাকা নানান খাদ্য সামগ্রী , বসতবাড়িতে গুরুত্বপূর্ণ নথি, স্ত্রীর গহনা সহ কয়েক লক্ষ টাকা নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে বাড়ির পোষ্য বিদেশি কুকুরটি।
জানা গেছে,ওড়গ্রাম জঙ্গলমহলে মিনি মার্কেটে সমীর মিস্ত্রির দু’তলা বাড়ি রয়েছে । উপর তলায় পরিবার নিয়ে বসবাস ও নিচের তলায় মিষ্টির দোকান ছিল তার । সমীরবাবু জানান,মঙ্গলবার রাত্রে স্বামী-স্ত্রী এক ছেলে এবং দুই আত্মীয়ের ছেলে মিলে মোট পাঁচজন ঘরে ঘুমাচ্ছিলেন । আজ ভোররাতে আনুমানিক চারটা নাগাদ দোকানসহ বসতবাড়িতে আগুন ধরে যায় । নিমেষের গোটা বাড়িটি গ্রাস করে আগুনের লেলিহান শিখা ।
সমির মিস্ত্রি বলেন, ভোর রাত্রে হঠাৎ ছেলেদের কান্নার আওয়াজ শুনে বিছানা থেকে উঠে দেখি গোটা বাড়ি ধোঁয়ায় ছেয়ে গেছে।জানলা ভেঙ্গে কোনরকমে স্ত্রী সহ ছেলেদের উদ্ধার করা হয়। তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যায় । চোখের সামনে বাড়ির একটি পোষ্য বিদেশি কুকুর অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দোকানে থাকার সমস্ত সামগ্রী ও বাড়ির জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। ভাতার দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে আগুন নেভায় । কিন্তু তার আগে ভভস্মীভূত হয়ে যায় চারটি ফ্রিজ, একটি মোটর বাইক, দোকানে থাকা নানান খাদ্য সামগ্রী , বসতবাড়িতে গুরুত্বপূর্ণ নথি, স্ত্রীর গহনা সহ কয়েক লক্ষ টাকা নগদ অর্থ । তিনি জানান,এই দোকানের ওপর নির্ভর করেই তাদের জীবন জীবিকা চলে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে এখন তারা সর্বস্বান্ত হয়ে গেছেন । সরকারি সহায়তার জন্য তিনি দাবি জানিয়েছেন ।।

