এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৯ সেপ্টেম্বর : আজ সোমবার মহাসপ্তমীর সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বীরভূম জেলার বোলপুরে । একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস । এতে এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয় । আহত হয়েছে আরও অন্তত ২৫-৩০ জন, যাদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । বাকি আহতরা বীরভূম জেলা হাসপাতালে চিকিৎসাধীন । এই দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি ও বেহাল সড়ককেই দায়ি করেছেন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সূত্রে খবর,কীর্ণাহার থেকে আসছিল যাত্রীবাহী বাসটি । বোলপুর-নানুর সড়ক ধরে পূর্ব বর্ধমানের দিক থেকে বোলপুরের দিকে আসার সময় সিয়ান মহকুমা হাসপাতালের সামনে ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,বাসটি প্রবল গতিতে আসছিল। সিয়ান হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী টোটোকে ওভারটেক করতে যায় বাসটি । সেই সময় রাস্তার গভীর গর্তে চাকা পড়ে প্রবল ঝাঁকুনিতে বাসটি চলন্ত অবস্থায় উলটে পড়ে । বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সামনের টোটো। ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় । পরে পুলিশবাহিনী এসে হতাহতদের হাসপাতালে নিয়ে যায় । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বোলপুর-নানুর সড়ক পথে যান চলাচল বিঘ্নিত হয় । পরে পুলিশ ক্রেনের সাহায্যে বাসটি রাস্তা থেকে সরালে ফের যান চলাচল স্বাভাবিক হয় ।
আজকের এই দুর্ঘটনার জন্য বাসটির বেপরোয়া গতি ও সড়কপথের বেহাল অবস্থাকে দায়ি করেছেন স্থানীয় বাসিন্দারা । স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে । সংস্কার না হওয়ায় রাস্তা জুড়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে৷ শাসকদল ও প্রশাসনের গাফিলতির কারবেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের ।।