এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কাঁটারি গ্রামের এক পশুপালকের গোয়ালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১০ টি ভেড়া ও ১০-১৫ টি হাঁসের । দুটি গাভিও অগ্নিদগ্ধ হয়েছে । গরু দুটির আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ।
জানা গেছে,ক্ষতিগ্রস্ত পশুপালকের নাম সনৎ রায় । তিনি খেতমজুরের পাশাপাশি গবাদি পশুপালনও করেন । কাঁটারি গ্রামের বাগদিপাড়ায় পরিবার নিয়ে বসবাস তাঁর । বাড়ির পাশেই মাটির ছিটেবেড়ার দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া গোয়াল ছিল । গোয়ালের পাশেই ছিল রান্নাঘর ।
সনৎ রায় বলেন,’শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে আমরা সকলে ঘুমতে চলে যাই । এদিন ভোর রাত ২ টো নাগাদ গোয়াল থেকে গরু ও ভেড়ার তীব্র চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যায় । তারপর আমরা দ্রুত ঘর থেকে বেড়িয়ে আসি। দেখি গোয়াল ঘর দাউদাউ করে জ্বলছে । নিজেরা জল ঢেলে আগুন নেভানোর পাশাপাশি চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করি । প্রতিবেশীরা ছুটে এসে বালতি করে জল এনে আগুন নেভায় । কিন্তু তার আগেই সব শেষ ।’ তিনি জানান,১০ টি ভেড়া,১০-১৫ টি হাঁস জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে । দুটি গরু গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে ।
প্রাথমকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান যে রান্না ঘরের উনান থেকে আগুন ছড়িয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে । এদিকে একসঙ্গে এতগুলো গবাদি পশুর মৃত্যুতে কার্যত পথে বসেছেন ওই পশুপালক । ভাতার পঞ্চায়েতের অন্তর্গত কাঁটারি গ্রামের সদস্য পার্থসারথি মণ্ডল জানিয়েছেন,ওই পশুপালক যাতে সরকারিভাবে কিছু সহায়তা পায় তার জন্য উদ্যোগ নেওয়া হবে ।।