দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ এপ্রিল : কাটোয়ার ঘটনায় হুগলির এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের রঞ্জিত হালদার (৪০) ও অন্নপূর্ণা হালদার (৪৮) বলে চিহ্নিত করেছে পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০ গ্রাম সোনার গহনা,নগদ ৮৯ হাজার টাকা । আটক করা হয়েছে একটি স্করপিও গাড়ি । গতসপ্তাহে দোল উৎসব চলাকালীন কাটোয়া থানা এলাকার একাধিক কেপমারির ঘটনা ঘটে । মূলত পূজো প্যান্ডেলে আগত মহিলাদের নিশানা করে কেপিমারির দল । ভিড়ের সূযোগে মহিলাদের গলার সোনার হার ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা । দোল উৎসবের।সময় সাতজন মহিলা মিলে প্রায় ১১ ভরি সোনার গহনা কেপমারি করা হয়। আজ সোমবার ধৃতদের কাটোয়া আদালতে তোলা হলে আটদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।
শনিবার জগদানন্দপুর গ্রামের নিলীমা চট্টোপাধ্যায় এবং আতুহাটের বাসিন্দা মঞ্জু সরকার এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন ৷ তাঁদের দু’জনেরই গলা থেকে সোনার হার ছিনিয়ে নেওয়া হয় । অভিযোগ পাওয়ার পরেই এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই দম্পতির হদিশ পায় পুলিশ । কাটোয়ার লেলিনসরণীর উপর একটি স্করপিও গাড়ির সন্দেহজনক গতিবিধি নজর পরে পুলিশের । গাড়িতে ওই দম্পতি ছাড়াও তিনজন মহিলাকে চাপতে দেখা যায় । পুলিশের সন্দেহ হুগলির কেপমারি চক্রের সদস্য ওই তিন মহিলা । এরপর গাড়ির নম্বর ধরে মালিকের হদিশ মেলে । পুলিশ জানতে পারে যে গাড়িটির মালিক হুগলির পোলবা এলাকার বাসিন্দা জনৈক এক ব্যক্তি ।
শেষে পোলবা থানার পুলিশের সহায়তায় ওই দম্পতিকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,এই চক্রের বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।।