এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ আগস্ট : আরজি করের তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ-খুনে মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে মৃতার বাবা-মা ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছেন । আগামী ৯-ই আগস্ট এই অভিযানকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর দল বিজেপি । কিন্তু ওইদিন নবান্নে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । শুভেন্দু অধিকারীর কথায়, ‘অভয়ার মা-বাবা কে এত ভয় পেয়েছেন যে, নিজে (মুখ্যমন্ত্রী) ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন, আর গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীল বাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন!’
শুভেন্দু অধিকারী একটি ৪ আগস্টের একটি “মেসেজ” -এর কপি শেয়ার করেছেন যেখানে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নাম লেখা আছে ৷ ওই বার্তার শেষের প্যারায় বলা আছে “০৯.০৮.২০২৫ তারিখে ‘নবান্ন অভিযান’-এর কর্মকর্তাদের প্রাথমিক ব্রিফিং” । এছাড়া লেখা হয়েছে, “নিম্নলিখিত নামধারী কর্মকর্তাদের ০৬.০৮.২০২৫ তারিখে বিকাল ৫:০০ টায় ওপুর পুলিশ লাইনস (Opur Police Lines) কনফারেন্স হলে প্রাথমিক ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে ওই “আর্জেন্ট” বার্তায় স্বাক্ষরকারীর নাম ও তিনি রাজ্য পুলিশের কোন পদাধিকারী তা বোঝা যায়নি ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’ডাক্তার বোনের উপর শারীরিক অত্যাচার এবং তাঁর মৃত্যুর জন্য প্রধান দায়ী, অভয়ার মা-বাবা কে এত ভয় পেয়েছেন যে, নিজে ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন, আর গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীল বাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন!
অভয়ার মা-বাবা ওনাদের কৃতি সন্তানের সাথে ঘটে যাওয়া নরকীয় অধ্যায়ের এক বছর পর, নবান্ন যাওয়ার আহ্বান দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর কাছে জবাব তলব করতে ওনার পাহাড় প্রমাণ ব্যর্থতার জন্য, কিন্তু সেই ভয়ে আগেভাগেই ঝাড়গ্রামে প্রশাসনিক কর্মসূচির অজুহাতে একেবারে শহর ছেড়ে পালিয়েছেন মাননীয়া !’
তিনি আরও লিখেছেন,’কিন্তু চেয়ার টা তো রয়ে গেছে হাওড়ার নীল বাড়ির চৌদ্দ তলায়, সেটা না কেউ টলিয়ে দেয় ওনার অবর্তমানে, তাই সারা রাজ্যের পুলিশ কে কি ভাবে পথে নামানো যায় সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশকর্তাদের আজ বৈঠক হচ্ছে হাওড়ার শিবপুরের পুলিশ লাইন-এ !’