এইদিন ওয়েবডেস্ক,তুমকুর,১৬ জুন : কর্ণাটকের তুমকুরে (Tumkur) অনার কিলিং-এর ঘটনা ঘটেছে । তফসিলি সম্প্রদায়ের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক জানাজানি হতে ১৭ বছরের এক কিশোরীকে শ্বাসরোধ করে খুন করেছে তার বাবা, ভাই ও কাকা । তিন অভিযুক্ত পরশুরাম, শিবরাজু এবং তুকারামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তুমকুরের পুলিশ সুপার রাহুল কুমার শাহাপুরওয়াদ ।
পুলিশ সূত্রে জানা গেছে,মৃত কিশোরীর নাম নেত্রাবতী । মেয়েটি আদিবাসী সম্প্রদায়ের । একই এলাকার বাসিন্দা কুমার নামে তফসিলি সম্প্রদায়ের একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল । সপ্তাহ দুয়েক আগে মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে যায় । পরে তাকে খুঁজে বের করে ৯ জুন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে পরিবারের লোকজন ।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে,মেয়েটি ওই যুবকের সাথে সম্পর্ক ছিন্ন করতে রাজি না হলে তাকে প্রথমে বিষ পান করতে বাধ্য করা হয় । মেয়েটি বাধা দিলে তার বাবা পরশুরাম, ভাই শিবরাজু ও কাকা তুকারাম মিলে তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে । পরে বিষ পান করে মারা গেছে বলে প্রচার করে মেয়েটির মৃতদেহ দাহ করে দেওয়া হয় । কিন্তু স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় স্থানীয় থানায় খবর দেয় ।
পুলিশ সূত্রে খবর,প্রাথমিকভাবে আত্মহত্যার মামলা নথিভুক্ত করেছিল পুলিশ । কিন্তু মৃত কিশোরী বাবা, ভাই ও কাকাকে চেপে ধরতেই তারা খুনের কথা কবুল করে । শেষে ওই তিনজনের বিরুদ্ধে খুনের মামলা রজু করে তাদের গ্রেফতার করে পুলিশ ।।

