এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,৩০ মে : হংকংয়ে ১৪ গণতন্ত্রপন্থি কর্মীকে দোষী সাব্যস্ত করল কমিউনিস্ট চীনের একটা আদালত । চীনের নিয়ন্ত্রণাধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। চীনের কমিউনিস্ট শাসকদের দমনপীড়নের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই ক্ষোভে ফুৃঁসছে হংকংয়ের মানুষ । বিদ্রোহ দমন করতে এই অঞ্চলে সরকারবিরোধীদের দমনে কঠোর আইন প্রয়োগ করা হয়েছে । বেইজিংয়ের চাপিয়ে দেওয়া এক কঠোর আইনের আওতায় আজ বৃহস্পতিবার ১৪ গণতন্ত্রপন্থি কর্মীকে দোষী সাব্যস্ত করা হয়।এই সময় আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পরে তাদের খালাস দেওয়া হয়।
এর আগে হংকংয়ের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত মামলায় সেখান থেকে ৪৭ জন গণতন্ত্রপন্থি কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের মধ্য থেকেই আদালত ১৪ জন রাজনীতিবিদ ও গণতন্ত্রবিরোধী কর্মীকে দোষী সাব্যস্ত করেছে । দোষী সাব্যস্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন আইনপ্রণেতা লিউং কক হাং, ল্যাম চিউক টিং, হেলেনা ওং ও রেমন্ড চ্যাং। তিন বিচারক মামলার আদেশে দোষী সাব্যস্তদের মধ্যে প্রাক্তন ডিস্ট্রিক্ট কাউন্সিলর লি ইউ–শান ও লরেন্স লাউকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। দোষী সাব্যস্তদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই মামলায় ৩১জন গণতন্ত্রপন্থি কর্মী নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন। এর জন্য তাদের তুলনামূলক স্বল্পকালীন কারাদণ্ড হতে পারে। অন্যদিকে বাকি ১৬ জন কর্মী এই অভিযোগ অস্বীকার করেছেন।তবে এ মামলার চুড়ান্ত রায় এখনও ঘোষণা করা হয়নি।।