এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ সেপ্টেম্বর : ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গৃহশিক্ষিকার স্বামীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ ধৃতকে ভাতার থানার সন্তোষপুর গ্রামের বাসিন্দা লাল্টু চৌধুরী বলে সনাক্ত করেছে । বুধবার রাতে তাঁকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয় । যদিও ধৃতের স্ত্রী জানান, স্বামীর উপর তার সম্পূর্ণ আস্থা আছে । তার স্বামী এই ধরনের আচরণ কখনোই করতে পারে না । কোনো কিছু ভুল বোঝার কারনে তার স্বামীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দায়ের হয়েছে বলে মনে করছেন তিনি ।
জানা গেছে,সন্তোষপুর গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের লাল্টু চৌধুরী ভাতার থানার বলগোনা বাজারের একটি দোকানে কাজ করেন । তার স্ত্রী গৃহশিক্ষিকা । এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের সংসার । বুধবার তাদের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। দুই সন্তানকে বিয়ে সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেল লাল্টুর স্ত্রী । বাড়িতে একাই ছিলেন তিনি । সেই সময় গ্রামের দুই ছাত্রী টিউশন পড়তে যায় । আর তখনই ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে লাল্টু চৌধুরী অশালীন আচরণ করে বলে অভিযোগ ।
জানা যায়,মেয়েটি বাড়ি ফিরে ঘটনার কথা জানায় । একথা শুনে পরিবারের লোকজন লাল্টুর খোঁজে তার বাড়িতে যায় । কিন্তু তার আগেই কাজে চলে যান লাল্টু । মেয়েটির বাড়ির লোক সেখানেও হানা দেয় । তারা লাল্টুকে হেনস্থাও করে । পরে বিকেলের দিকে এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয় । শেষে রাতের দিকে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । যদিও ধৃত লাল্টু চৌধুরীর দাবি, তিনি মেয়েটির সাথে কোনো খারাপ আচরণ করেননি । তাকে ফাঁসানো হয়েছে ।।