এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৪ জানুয়ারী : এজাজ আহমেদ আহাঙ্গার ওরফে আবু উসমান আল- কাশ্মীরিকে সন্ত্রাসবাদী ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । কেন্দ্র বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ১৯৬৭-এর অধীনে তাকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা হয়েছে । শ্রীনগরে জন্মগ্রহণকারী বছর ৪৮ এর এই সন্ত্রাসবাদীর কাশ্মীরে জন্মগ্রহণ করে । উপত্যকায় বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার সাথে জড়িত ছিল সে । ইসলামিক স্টেট জম্মু ও কাশ্মীর (ISJK) এর অন্যতম প্রধান নিয়োগকারীদের মধ্যে একজন আবু উসমান । এজাজ ভারতে ইসলামিক স্টেট পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছিল । স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই সন্ত্রাসবাদী আফগানিস্তানে স্থায়ীভাবে বসবাস করছে।
প্রসঙ্গত,সন্ত্রাসবাদী আবু উসমান আল-কাশ্মীরিকে ভারতে ইসলামিক স্টেট (আইএস) নিয়োগ সেলের প্রধান নিযুক্ত করা হয়েছিল । সে একটি ভারত- কেন্দ্রিক অনলাইন আইএসআইএস প্রচার ম্যাগাজিন চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ১৯৯৬ সালে কাশ্মীর জেল থেকে মুক্তি পায় সন্ত্রাসবাদী আহাঙ্গার । এরপর সে ভারত থেকে পালিয়ে আফগানিস্তানে ডেরা বাঁধে । সেখানে গোপন ঠিকানা থেকেই সে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের প্রচারের কাজ করছে এবং তার কাশ্মীর ভিত্তিক আইএস নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার জন্য যুবকদের নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ।
এজাজ আহমেদের আগে চলতি বছরের এপ্রিলে সন্ত্রাসবাদী হাফিজ সাইদের ছেলে হাফিজ তালহা সাইদকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক । সন্ত্রাসবাদী সংগঠনে নিয়োগ,তহবিল সংগ্রহ এবং লস্কর-ই-তৈয়বার মাধ্যমে ভারতে হামলা চালাতে সক্রিয় ভূমিকা পালন করত তালহা সাইদ । তালহা সহ এজাজ আহমেদ আহাঙ্গার ৪৯ তম ব্যক্তি যাকে সন্ত্রাসবাদী ঘোষণা করল কেন্দ্র সরকার ।।