এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৩ নভেম্বর : প্রখ্যাত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি আফগান অভিবাসীদের বিতাড়িত করার জন্য পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন । তিনি পাকিস্তানের এই পদক্ষেপকে “বিশ্বব্যাপী মানবাধিকারে পিছু হটানোর উদাহরণ” বলে মন্তব্য করেছেন। পাকিস্তান থেকে আফগান অভিবাসীদের হঠাৎ নির্বাসন নিয়ে হতাশা প্রকাশ করে অ্যাঞ্জেলিনা বলেছেন, ‘আফগানিস্তান আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে । আফগানিস্তান আজ “নারী অধিকারে পিছিয়ে পড়া, শিক্ষার সুযোগের অভাব, ব্যাপক কারাবাস এবং গভীর মানবিক সংকট” নিয়ে লড়াই করছে । এটি বিশ্বব্যাপী মানবাধিকারের পশ্চাদপসরণের আরেকটি উদাহরণ এবং আফগান জনগণের দুর্ভোগের দীর্ঘ ইতিহাসে একটি নতুন ট্র্যাজেডি, যারা কয়েক দশক ধরে যুদ্ধ, সংঘাত এবং বাস্তুচ্যুতি সহ্য করেছে ।’
প্রতিবেদন অনুসারে,বিগত ১৩ দিনে অন্তত ৩,০০,০০০ আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে বিতাড়িত করা হয়েছে এবং প্রতিদিন আরও হাজার হাজারকে দেশে ফেরত পাঠানো হচ্ছে । নিরাশ্রয় আফগানিরা তাঁবুতে প্রবল খাদ্যাভাবের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে ।।