এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ ফেব্রুয়ারী : আসাম সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও । আসলে ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য পরিচিত । বিগত কয়েক বছর ধরে গন্ডার শিকার সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল । কিন্তু হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন আসাম সরকারের অক্লান্ত প্রচেষ্টায় ২০২১-২২ সালে গন্ডার শিকার শুন্যতে নেমে আসে । আর এতে খুব খুশি লিওনার্দো ডিক্যাপ্রিও ।
প্রসঙ্গত,লিওনার্দো অভিনেতার পাশাপাশি একজন পরিবেশবিদও । বিশেষ করে পশুপাখি প্রেমী বলে পরিচিতি আছে তাঁর । বিপন্ন প্রজাতির প্রাণীদের সংরক্ষণের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেছে ওই হলিউড অভিনেতা । নিজের ওই সংগঠনে তিনি কোটি কোটি টাকা দান করেন । আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের ক্রমাগত চোরা শিকারিদের হাতে বেঘোরে প্রাণ চলে যাওয়ায় তিনি খুব উদ্বিগ্ন ছিলেন । তাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রচেষ্টার কারণে একশৃঙ্গ গন্ডারের শিকার বন্ধ হয়ে যাওয়ায় নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি লিওনার্দো ডিক্যাপ্রিও ।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন,’২০২১ সালে ভারতের আসামের সরকার একশৃঙ্গ গন্ডার শিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এর পেছনের কারণ হল ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে ১৯০ টি প্রাণীকে হত্যা করা হয়েছিল এবং এটি তাদের শৃঙ্গের কারণে করা হয়েছিল । ১৯৭৭ সালের পর এই প্রথম চলতি বছর কোনো গন্ডার মারা হয়নি ।’
উল্লেখ্য,আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত । এটি একশৃঙ্গ গন্ডারের বৃহত্তম আবাসস্থল । ২০১৬-১৬ সালে ১৭-১৮ টি গন্ডার শিকার করেছিল চোরা শিকারিরা । এরপর ২০২০ সালে ২ টি গন্ডারের শিকার করা হয় । কিন্তু ২০২১-২২ সালে তা শূন্যে নামিয়ে আনা হয়েছিল । বর্তমানে ২২০০ টি একশৃঙ্গ গন্ডার রয়েছে । যা বিশ্বের মোট সংখ্যার দুই-তৃতীয়াংশ । ওয়ার্ল্ড ওয়াইড ফেডারেশনের মতে বিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে গন্ডারের সংখ্যা বেড়েছে ৩৭০০ টি । তার মধ্যে আসামে দুই শতাধিক গন্ডারের জন্ম হয়েছে ।।