শ্যামসুন্দর ঘোষ,পূর্ব বর্ধমান,০৭ ডিসেম্বর : ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী অবিলম্বে মুক্তির দাবি এবং বাংলাদেশের হিন্দুদের উপর মুসলমানদের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ শনিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার ও মন্তেশ্বরে মিছিল ও পথসভা করে বাংলাদেশের ইসলামি মৌলবাদী সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানানো হয় । ভাতারে এই প্রতিবাদ মিছিলটি যৌথিভাবে আয়োজন করেছিল বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দল । ভাতার বাজারের মহাপ্রভু তলা থেকে মিছিল বের হয়ে গোটা ভাতার বাজার পরিক্রমা করে । মিছিলে পা মেলান রামকৃষ্ণ মিশনের সন্নাসী ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা । সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে ধিক্কার জানানো হয় ।
দেখুন ভিডিও 👇
অন্যদিকে আজ বিকেলে মন্তেশ্বর বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভা করে সনাতন জাগরণ মঞ্চ । মন্তেশ্বর কলেজ মোড় থেকে কামারপাড় মোড় পর্যন্ত এই মিছিল হয় । মিছিল শেষে একটি পথসভা হয়৷ পথসভায় সনাতন জাগরণ মঞ্চের নেতা রাজেশ রায় বলেন,’যে বাংলাদেশকে পাকিস্তানের কবল থেকে ভারত মুক্ত করেছিল আজ তারাই আমাদের চ্যালেঞ্জ ছুড়ছে । তাদের না আছে সামরিক শক্তি,না আছে আর্থিক শক্তি, না আছে পেশি শক্তি । যাদের কিছুই নেই তারাই আজ শক্তিশালী ভারতকে হুমকি দিচ্ছে যে তারা নাকি ভারতকে দেখে নেবে৷’ তিনি বলেন, ‘বাংলাদেশি মৌলবাদীদের উদ্দেশ্য যে ৭% হিন্দু আছে তাদের তাড়িয়ে দেওয়ার৷ আর সেজন্য প্রতিদিন লাগাতার হিন্দু নির্যাতন হচ্ছে৷ হিন্দু মা বোনেদের সম্মান নষ্ট করা হচ্ছে । এমনকি বাড়িতে ঢুকে একজন হিন্দু মাকে খুন করেছে । সাধুসন্তদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে৷ সনাতনীদের একজোট করার অপরাধে চিন্ময় প্রভুকে মথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে আটকে রাখা হয়েছে ।’।

